Advertisement
Advertisement
India

দেশে খর্ব হচ্ছে নাগরিকদের অধিকার! গণতন্ত্র সূচকে দু’ধাপ নামল ভারত

অস্বস্তিতে মোদি সরকার!

India slips two places to 53rd position in EIU's Democracy Index | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:February 4, 2021 8:16 pm
  • Updated:February 4, 2021 8:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আবহেও (Corona Pandemic) গোটা দেশ উত্তাল। বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন গোটা দেশের কৃষকরা। আন্তর্জাতিক মঞ্চেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (Economist Intelligence Unit) সমীক্ষায় বিশ্ব গণতন্ত্র সূচকে আরও দু’ধাপ নামল ভারত। তালিকায় ভারতের (India) নাম ৫১ থেকে নেমে ৫৩ নম্বর স্থানে চলে গিয়েছে।অভিযোগ, মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। আর তাই গণতন্ত্র সূচকে ভারতের এই পতন। যা কিনা যথেষ্ট অস্বস্তিতে ফেলে দিয়েছে মোদি সরকারকেও। যদিও প্রতিবেশী দেশগুলোর তুলনায় কিছুটা হলেও ভাল জায়গায় রয়েছে ভারত।

২০০৬ সালে প্রথমবার গণতন্ত্র সূচকের রিপোর্ট তৈরি করেছিল ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। কিন্তু গত কয়েকবছরে উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে ভারতের স্কোর। ১৬৭ দেশের মধ্যে ২০১৯ সালে ভারতের স্কোর ছিল ৬.৯। ২০২০ সালেই সেটা কমে দাঁড়িয়েছে ৬.৬১। এর আগে ২০১৪ সালে কিন্তু এই সূচকে ভারতের স্কোর ছিল ৭.৯২। সেসময় ভারত ছিল ২৭ নম্বর স্থানে। কিন্তু গত ছ’বছরে ক্রমতালিকায় নামতে নামতে ৫৩ নম্বর স্থানে চলে এসেছে ভারত।

Advertisement

[আরও পড়ুন: দল বিরোধী মন্তব্য এবং সমর্থকদের উদ্ধত আচরণ! কানহাইয়া কুমারকে সতর্ক করল তাঁরই দল]

এবারের রিপোর্টে সবচেয়ে উপরে রয়েছে নরওয়ের (Norway) নাম। এরপর প্রথম পাঁচে রয়েছে আইসল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড এবং কানাডার নাম। মোট ১৬৭ দেশকে মূলত চারটি ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ২৩টি দেশে পূর্ণ গণতন্ত্র রয়েছে। ৫২টি দেশে রয়েছে ত্রুটিপূর্ণ গণতন্ত্র। ৩৫টি দেশের শাসনব্যবস্থা গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের মধ্যবর্তী পর্যায়ে রয়েছে এবং ৫৭টি দেশে বজায় রয়েছে পুরোপুরি একনায়কতন্ত্র। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের রিপোর্ট অনুযায়ী, ভারতে রয়েছে ত্রুটিপূর্ণ গণতন্ত্র। আমেরিকা, ফ্রান্স, বেলজিয়াম এবং ব্রাজিলেও নাকি প্রশাসন একইরকম। এমনটাও জানানো হয়েছে তাতে।

[আরও পড়ুন: এক বছরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ২২ লক্ষ অভিযোগ, রাজ্যসভায় জানালেন মন্ত্রী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement