Advertisement
Advertisement

Breaking News

RAW

‘রাজনৈতিক মদতপুষ্ট’, RAW নিয়ে মার্কিন রিপোর্টকে তুলোধোনা ভারতের

নরেন্দ্র মোদির সরকারে ভারতে ধর্মীয় স্বাধীনতা তলানিতে নেমেছে বলে অভিযোগ করেছে এই সংস্থা।

India slams US report of sanctioning RAW

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 26, 2025 8:28 pm
  • Updated:March 26, 2025 8:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-কে (RAW) নিষিদ্ধ করার প্রস্তাব দিয়ে রিপোর্ট পেশ করেছে আমেরিকার সংস্থা। সেই রিপোর্টের তীব্র বিরোধিতা করল ভারত। রিপোর্টকে পুরোপুরি নস্যাৎ করে বলা হয়েছে, রাজনৈতিক মদতপুষ্ট হয়ে ভুল তথ্য প্রকাশ করা হচ্ছে। মার্কিন সংস্থা USCIRF নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে বলেই জানিয়েছে ভারত।

বাইডেন শাসনে মার্কিন নাগরিক খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল ‘র’ এর বিরুদ্ধে। কানাডায় নিজ্জর খুনেও একই অভিযোগ ওঠে। যদিও শুরু থেকে এই সব অভিযোগ অস্বীকার করে এসেছে কেন্দ্রীয় সরকার। এবার সেই প্রসঙ্গ তুলেই মার্কিন রিপোর্টে অভিযোগ তোলা হয়েছে, বিদেশের মাটিতে হত্যা ও হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ভারতের ‘র’। ফলে এই সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করুক মার্কিন সরকার। শুধু তাই নয়, নরেন্দ্র মোদির সরকারে ভারতে ধর্মীয় স্বাধীনতা তলানিতে নেমেছে বলে অভিযোগ করেছে এই সংস্থা। তাদের দাবি, ২০২৪ সালে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা ও বৈষম্যের ঘটনা অনেক বেড়েছে।

Advertisement

মার্কিন রিপোর্ট প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই তীব্র বিরোধিতা করে প্রতিক্রিয়া দিয়েছে ভারত। বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘USCIRF-এর ২০২৫ সালের রিপোর্ট দেখেছি। বরাবরের মতোই পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিক মদতপুষ্ট রিপোর্ট প্রকাশ করা হয়েছে। বারবার তারা এজেন্ডাভিত্তিক দাবি করছে, ফলে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে।’

বিদেশমন্ত্রকের তরফে আরও বলা হয়, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা তুলে ধরে রিপোর্ট প্রকাশ করেছে USCIRF। ভারতের বহুত্ববাদী সমাজ এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ব্যাপারে ওই সংস্থা কিছু জানবে, এমন প্রত্যাশা করি না। কিন্তু ভারতের শক্তিশালী গণতন্ত্রকে অবমাননা করার চেষ্টা করলেও কেউ সফল হবে না। তাই USCIRFকেই উদ্বেগজনক সংস্থা হিসাবে চিহ্নিত করা হোক।’ উল্লেখ্য, গত ২০২২ সাল থেকে ভারতের বিরুদ্ধে লাগাতার সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলেছে মার্কিন কমিশন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement