Advertisement
Advertisement

Breaking News

সম্পত্তির নিরিখে বিশ্বে ভারতের স্থান কোথায় জানেন?

দেশের সম্পত্তিমূল্য কত?

India sixth wealthiest country in world, US richest nation globally: Report
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 20, 2018 7:21 pm
  • Updated:May 20, 2018 7:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ধনসম্পত্তির নিরিখে এবার বিশ্বের প্রথম ছয়ে নিজের নাম তুলে ফেলল ভারত৷ সম্প্রতি প্রকাশিত সমীক্ষা রিপোর্ট বলছে, ৮ হাজার ২৩০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সম্পত্তি রয়েছে ভারতে৷ তবে, সম্পত্তির নিরিখে ভারত ষষ্ঠ স্থান দখল করলেও বরাবরের জন্য প্রথম স্থান ধরেই রেখেছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা৷

আফরোশিয়ার ব্যাংক গ্লোবাল ওয়েলথ মাইগ্রেশন সংস্থার প্রকাশিত সমীক্ষা বলছে, মার্কিন মুলুকে সম্পত্তির পরিমাণ প্রায় ৬২ হাজার ৫৮৪ বিলিয়ন ডলার৷ ভারতের সম্পত্তির তুলনায় প্রায় ৫৪ হাজার বিলিয়ন ডলার বেশি৷ এক্ষেত্রের চিনের দখলে গিয়েছে দ্বিতীয় স্থান৷ চিনের মোট সম্পত্তি এখন ২৪ হাজার ৮০৩ বিলিয়নের কাছাকাছি৷ তৃতীয় স্থানে রয়েছে জাপান৷ এই মুহূর্তে জাপানের সম্পত্তির পরিমাণ দাঁড়িয়ে ১৯ হাজার ৫২২ বিলিয়ন ডলারের কাছাকাছি৷

Advertisement

[পাক বাঙ্কার গুঁড়িয়ে দিল বিএসএফ, চাপে পড়ে সংঘর্ষবিরতির আকুতি পাকিস্তানের]

আমেরিকা, চিন, জাপানের পর ইংল্যান্ড৷ রানির দেশের মোট সম্পত্তি ৯,৯১৯ বিলিয়ন, জার্মানি ৯,৬৬০ বিলিয়ন মার্কিন ডলার৷ এরপরই রয়েছে ভারত৷ ভারতের পর রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ইটালি৷

[ট্রায়ালের মুখে দেশের প্রথম আর্টিলারি কামান ধনুশ]

সংস্থার দাবি, সম্পত্তির তালিকা তৈরি করতে গিয়ে কোনও দেশের সরকারি সম্পত্তি কত, তা বিবেচনার বাইরে রাখা হয়েছিল৷ কারণ তাদের যুক্তি, সরকারি সম্পত্তির পরিমাণ এক্ষেত্রে যুক্ত করা হলে লাভবান হত জনবহুল দেশগুলি৷ চিন-ভারত-রাশিয়া অবস্থানগত দিক থেকে মানবসম্পদ উন্নয়ন ও দেশের আয়তনের নিরিখে এগিয়ে যাওয়ার সুযোগ থাকত৷ ফলে, সরকারি সম্পত্তি এড়িয়ে ব্যক্তিগত আধিপত্যের উপর গুরুত্ব বাড়ানো হয়েছে৷ তবে, ব্যক্তি সম্পতির নিরিখে ভারত ষষ্ঠ স্থানে উঠে আসার ঘটনায় নতুন করে শুরু হয়েছে বিতর্ক৷ প্রশ্ন উঠছে, তাহলে কি বেসরকারি ক্ষেত্রে ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বাড়ছে? নাকি, নোটবন্দির সৌজন্যে দেশে অধিক মাত্রায় বেড়ে নোটের রঙ বদলের কারবার৷ আর তাতেই কি রাতারাতি বেড়ে গিয়েছে ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ? আপাতত এই আশঙ্কাতেই ভুগছে পর্যবেক্ষক মহলের একাংশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement