নিজস্ব চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণতন্ত্র দিবসে (Republic Day) কর্তব্যপথে আত্মনির্ভর ভারতের হুঙ্কার। একের পর এক সামরিক অস্ত্রের প্রদর্শন করে শত্রুর বুকে কাঁপুনি ধরিয়ে দিল ভারতীয় সেনা। দেশীয় প্রযুক্তিতে তৈরি একের পর এক সমরাস্ত্র পরিচালনা করলেন দেশের নারী ব্রিগেড। যুদ্ধাস্ত্রের পাশাপাশি নজরদারি ও যোগাযোগের ক্ষেত্রেও দেশের আধুনিক প্রযুক্তি তুলে ধরা হল এদিনের অনুষ্ঠানে।
ডিআরডিও এবং ভারত ইলেকট্রনিক্সের যৌথ উদ্যোগে তৈরি হওয়া একাধিক অস্ত্র প্রদর্শন করে সেনা। তার মধ্যে অন্যতম ‘সাথী’। শত্রুদের ছোড়া অস্ত্র ও তাদের অস্ত্রভাণ্ডারের নিশানা বুঝতে ব্যবহৃত হবে এই রাডার সিস্টেম।
তার পরেই ছিল সর্বত্র। যেকোনও পরিস্থিতিতে পথ তৈরি করে এগিয়ে যেতে পারে এই প্রযুক্তি। একবারে ১৫ মিটার সেতু তৈরি করতে পারে নয়া সিস্টেমটি। এছাড়াও উন্নতমানের জ্যামার প্রদর্শন করা হয়েছে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে।
#WATCH | Lt Col Ankita Chauhan of 11 Electronic Warfare Battalion of the Army leads the detachment of Mobile Drone Jammer System at #RepublicDay2024 parade. pic.twitter.com/2z8DFTOEvX
— ANI (@ANI) January 26, 2024
এদিন প্রদর্শিত সমরাস্ত্রের মধ্যে অন্যতম ছিল ট্যাঙ্ক টি-৯০ ভীষ্ম। শত্রুদের মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই ট্যাঙ্ক। এছাড়াও ছিল পিনাকা। একসঙ্গে একাধিক মিসাইল ছুড়তে পারে এই রকেট লঞ্চার সিস্টেম। ৩০০ কিলোমিটার পাড়ি দিতে পারে এমন মিসাইলও এদিন প্রদর্শিত হয়।
#WATCH | The detachment of Pinaka of the Regiment of Artillery from 1890 Rocket Regiment, led by Lt Priyanka Sevda of 262 Field Regiment, at the Kartavya Path.#RepublicDay2024 pic.twitter.com/1mZC0XFL9B
— ANI (@ANI) January 26, 2024
#WATCH | Mechanised Columns of the Army take part in #RepublicDay2024 parade
The detachment of Tank T-90 Bhishma, led by Lt Fayaz Singh Dhillon of 42 Armoured Regiment, at the Kartavya Path. pic.twitter.com/TFgSlaMOeh
— ANI (@ANI) January 26, 2024
এদিন আকাশপথে শক্তি প্রদর্শন করে অ্যাপাচি, চিনুক কপ্টার। উড়েছে পণ্যবাহী কপ্টারও। এছাড়াও সুখোই-৩০, মিগ, তেজসের মতো বিমান প্রদর্শনী হয়েছে। বিজয় ফর্মেশনে দিল্লির আকাশে শত্রুর বুকে কাঁপুনি ধরায় রাফালে। শেষ হল দিল্লির কর্তব্যপথের কুচকাওয়াজ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.