Advertisement
Advertisement

পারমাণবিক বোমা বহনে সক্ষম ‘অগ্নি-৫’ উৎক্ষেপণে তৈরি ভারত

দেশের পরমাণু কর্মসূচিতে নয়া সাফল্য! (Y)

India Set To Test Launch Agni-5 Missile
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 26, 2016 9:21 am
  • Updated:December 26, 2016 9:21 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি, পারমাণবিক বোমা বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৫’ উৎক্ষেপণ করতে চলেছে ভারত৷ সোমবার ওড়িশা থেকে লঞ্চ করা হবে এই মিসাইল৷ মিসাইলটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করবে দেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।

ত্রিস্তরীয় এই উৎক্ষেপণ ব্যবস্থায় একটি মোবাইল লঞ্চার থেকে ‘টেস্ট ফায়ার’ করা হবে এদিন৷ শুধুমাত্র এই পরীক্ষাটির জন্য লঞ্চ ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের কমপ্লেক্স ৪-কে ঢেলে সাজানো হয়েছে৷ পরমাণু অস্ত্রবহণে সক্ষম ৫,৫০০ কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৫’-এর চতুর্থ ও ক্যানিস্টার ভার্সনের দ্বিতীয় পরীক্ষা আজ৷ ২০১৫-র ৩১ জানুয়ারি ওই একই বেস থেকে ক্ষেপণাস্ত্রটির শেষবার পরীক্ষা হয়েছিল৷

Advertisement

১৭ মিটার লম্বা এবং প্রায় ৫০ টন ওজনের এই দৈত্যকায় মিসাইলকে বড় প্ল্যাটফর্ম (অনেকটা সাধারণ রকেটের মতো) থেকে উৎক্ষেপণ করা হত। আজ দ্বিতীয়বার ক্যানিস্টার (লম্বা নল) ভার্সন পরীক্ষা করা হবে। এই উৎক্ষেপণ সফল হলে, ক্ষেপণাস্ত্রকে ক্যারিয়ারে চাপিয়ে (যেমন বড় ট্রাক) যে কোনও জায়গা থেকে উৎক্ষেপণ করা সম্ভব হবে। এক টনেরও বেশি পারমাণবিক বোমা বহনে সক্ষম অগ্নি-৫৷ ‘অগ্নি’ সিরিজের সবচেয়ে আধুনিক প্রযুক্তি এই ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত হয়েছে৷ ন্যাভিগেশন ও গাইডেন্স-এ কিছু গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে৷ নিখুঁত হামলা চালাতে বসানো হয়েছে ‘আরআইএন’ সিস্টেম৷ নিশানায় অব্যর্থ আঘাত হানতে মজুত মাইক্রো ন্যাভিগেশন সিস্টেমও৷ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, আর গুটিকয়েক পরীক্ষার পরই ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে অগ্নি সিরিজের পঞ্চম ক্ষেপণাস্ত্রটি৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement