Advertisement
Advertisement

Breaking News

Palestine

প্যালেস্টাইনের পাশে মানবিক ভারত, পর পর দুসপ্তাহে ওষুধ-খাবার পাঠাল নয়াদিল্লি

৩০ টন ওষুধ পাঠানো হবে যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনে।

India send 30 ton medicine to war torn Palestine
Published by: Anwesha Adhikary
  • Posted:October 29, 2024 2:30 pm
  • Updated:October 29, 2024 2:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক বছরেরও বেশি সময় ধরে চলছে রক্তক্ষয়ী ইজরায়েল-হামাস যুদ্ধ। মৃত্যু হয়েছে অন্তত ৪৩ হাজার মানুষের। তার মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। এহেন মর্মান্তিক পরিস্থিতিতে ফের প্যালেস্টাইনের পাশে দাঁড়াল ভার‍ত। মঙ্গলবার মোট ৩০ টন ওষুধ প্যালেস্টাইনে পাঠাল নয়াদিল্লি। জরুরি ওষুধের পাশাপাশি পাঠানো হয়েছে ক্যানসার চিকিৎসার ড্রাগও।

ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, “প্যালেস্টাইনের মানুষের পাশে রয়েছে ভার‍ত। ৩০ টন ওষুধ পাঠানো হবে সেখানে।” উল্লেখ্য, গত সপ্তাহেও প্যালেস্টাইনে খাবার এবং ওষুধ পাঠিয়েছিল ভার‍ত। রাষ্ট্রসংঘের মারফত সেই সহায়তা পাঠানো হয়েছিল যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনে। উল্লেখ্য, সোমবারই প্যালেস্টাইনের স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, গত একবছর ধরে চলতে থাকা হামাস-ইজরায়েল সংঘাতে এখনও পর্যন্ত ৪৩ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

Advertisement

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলে ঢুকে বেনজির হামলা চালিয়েছিল হামাস। রক্তাক্ত হয়েছিল ইহুদি দেশটি। যার বদলা দিতে গাজায় সুন্নি জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সেই থেকে জারি রয়েছে রক্তক্ষয়ী সংঘাত। গাজা ভূখণ্ডে ঢুকে হামাস নিধন চালিয়ে যাচ্ছে ইজরায়েলি সেনা। তবে এই অভিযানে হামাস জঙ্গিদের পাশাপাশি মৃত্যু হয়েছে সাধারণ মানুষেরও।

কেবল হামাস নয়, ইজরায়েলের রোষানলে পড়েছে লেবাননের জঙ্গিগোষ্ঠী হেজবোল্লাও। সেদেশেও লাগাতার হামলা চালাচ্ছে তেল আভিভ। বিধ্বস্ত লেবাননের পাশেও দাঁড়িয়েছে ভারত। দিনদশেক আগেই সেদেশে ১১ টন ওষুধ সামগ্রী পাঠানো হয়েছে। জানা গিয়েছে সব মিলিয়ে ৩৩ টন ওষুধ পাঠানো হচ্ছে। প্রথম বারের জন্য ১১ টন ওষুধ পাঠানো হয় দিনকয়েক আগে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement