Advertisement
Advertisement
পাকিস্তান দূতাবাস

চরবৃত্তির জের, পাকিস্তান দূতাবাসের অর্ধেক কর্মীকে ইসলামাবাদে ফেরাতে বলল দিল্লি

কিছুদিন আগে দুই কর্মীকে হাতেনাতে ধরে ভারত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল।

India seeks 50 per cent reduction in Pakistan High Commission strength

ফাইল ফটো

Published by: Soumya Mukherjee
  • Posted:June 23, 2020 7:28 pm
  • Updated:June 23, 2020 7:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিনই অভিযোগ উঠছিল যে দিল্লিতে অবস্থিত পাকিস্তান দূতাবাসের অনেক কর্মী গুপ্তচরের কাজ করে। সম্প্রতি দুই কর্মীকে হাতেনাতে ধরে ভারত থেকে তাড়িয়েও দেওয়া হয়। এবার চরবৃত্তি করছে এই সন্দেহে পাকিস্তান দূতাবাসের অর্ধেক কর্মীকে ইসালামাবাদে ফেরতে পাঠাতে বলল দিল্লি। মঙ্গলবার সকালে এই বিষয়টি ভারতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মইন উল হককে ডেকে জানানো হয়েছে বলেই খবর।

এপ্রসঙ্গে মঙ্গলবার ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়, ভারত সরকার নয়াদিল্লিতে থাকা পাক দূতাবাসের ৫০ শতাংশ কর্মীকে দেশে ফেরাতে বলেছে। পাশাপাশি ইসলামাবাদে থাকা ভারতীয় দূতাবাস থেকেও অর্ধেক কর্মীকে দিল্লিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

[আরও পড়ুন: চায়ে চিনি কম থাকার জের, উত্তরপ্রদেশে অন্তঃসত্ত্বা স্ত্রীর গলা কাটল যুবক]

আরও জানান হয়েছে, দীর্ঘদিন ধরেই পাকিস্তান দূতাবাসের কর্মীরা ভারতের গোপনীয় খবর আইএসআই (ISI) -এর কাছে পৌঁছে দিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছিল। গত ৩১ মে তাদের দুই কর্মী হাতেনাতে ধরাও পড়ে। তারপর থেকে পাকিস্তান দূতাবাস (Pakistan High Commission) -এর ৫০ শতাংশ কর্মীকে দেশে ফেরানোর বিষয়ে আলোচনা চলছিল। দু-একদিন আগে সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

[আরও পড়ুন:ফের অসুস্থ সাধ্বী প্রজ্ঞা, পার্টি অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেলেন বিজেপি সাংসদ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement