Advertisement
Advertisement

Breaking News

India Pakistan

ভারতের সঙ্গে ‘শান্তিপূর্ণ’ আলোচনা চাইছেন পাক প্রধানমন্ত্রী, কী জবাব নয়াদিল্লির?

ভারত-পাকিস্তান শান্তিপূর্ণ আলোচনায় বসুক, চায় আমেরিকাও।

India responds to Pak PM's message on peaceful dialogue between two countries | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:August 4, 2023 11:42 am
  • Updated:August 4, 2023 11:42 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাস বন্ধ না হলে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হবে না। পাকিস্তানকে সাফ বার্তা দিয়ে এই কথা জানিয়ে দিল ভারত (India)। গত মঙ্গলবার শান্তিপূর্ণ বৈঠকে বসে নাম না করে ভারতের সঙ্গে সমস্যা সমাধানের বার্তা দিয়েছিলেন পাক (Pakistan) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। তিনি বলেন, পাক প্রধানমন্ত্রীর মন্তব্য জানা রয়েছে ভারতের।

গত মঙ্গলবার ইসলামাবাদে আয়োজিত পাকিস্তান খনিজ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন শরিফ। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ”আমাদের কারও বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। আমাদের নিজেদের দেখাশোনা করতে হবে, দেশকে গড়তে হবে, এমনকী প্রয়োজনে আমাদের প্রতিবেশীর সঙ্গে মিলে। আমরা তাদের সঙ্গে কথা বলতে প্রস্তুত।” সেই সঙ্গে তিনি বলেন, যুদ্ধ কোনও বিকল্প হতে পারে না। এই মন্তব্য থেকেই ওয়াকিবহাল মহলের ধারণা, শান্তি ফেরাতে ভারতের সঙ্গে আলোচনায় বসার ডাক দিয়েছেন পাক প্রধানমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: ভয়ংকর গোষ্ঠী সংঘর্ষের দিন ছুটি নিয়েছিলেন! সেই পুলিশকর্তাকে সরাল হরিয়ানা সরকার]

তবে বৃহস্পতিবারের সাংবাদিক বৈঠকে সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেন বিদেশমন্ত্রকের মুখপাত্র। তিনি বলেন, “পাক প্রধানমন্ত্রীর মন্তব্য সম্পর্কে অবগত আছেন ভারতের কূটনীতিকরা। তবে এই বিষয়ে ভারতের অবস্থান বরাবরই স্পষ্ট। প্রত্যেকটি প্রতিবেশী দেশের সঙ্গেই একইরকম সম্পর্ক রাখতে চায় ভারত। পাকিস্তানের ক্ষেত্রেও তার অন্যথা হবে না। কিন্তু সেরকম সম্পর্ক গড়ে তোলার জন্য সন্ত্রাস ও হিংসামুক্ত একটি পরিবেশ গড়ে তোলা খুবই প্রয়োজন।”

প্রসঙ্গত, পাক প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিয়েছিল আমেরিকাও। সেদেশের বিদেশ দপ্তরের তরফে বলা হয়েছিল, “বহুদিন থেকেই আমরা বলে আসছি, ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ আলোচনা হওয়া দরকার। যেসমস্ত বিষয় নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে তা নিয়ে আলোচনা করতে হবে। বরাবরই এই অবস্থানই বজায় রেখেছে আমেরিকা।” তবে একই টেবিলে শান্তিপূর্ণ আলোচনায় বসবে ভারত ও পাকিস্তান, সেরকম সম্ভাবনা এখনও দেখা যায়নি।

[আরও পড়ুন: ‘শান্ত হোন, নাহলে বাড়িতে ইডি চলে যাবে’, সংসদে দাঁড়িয়েই ‘হুমকি’ মন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement