সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লকডাউন ও কড়া বিধিনিষেধের ফলে দেশজুড়ে সংক্রমণ কমলেও তা যে দীর্ঘস্থায়ী হবে না, ফের মিলল এমনই ইঙ্গিত। কারণ আগামী মাসেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করলেন ICMR-এর গবেষকরা। শুধু তাই নয়, ফের দৈনিক সংক্রমণ ১ লক্ষের গণ্ডি ছাড়াবে বলেও জানিয়ে দিলেন তাঁরা। আর এরই মধ্যে সাধারণ মানুষের ঘুরতে যাওয়ার হিড়িক রীতিমতো চিন্তায় ফেলেছে কেন্দ্র ও রাজ্যগুলিকে। ফলে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা সামান্য কমলেও অস্বস্তি কমছে না।
শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৭৯ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ১০ লক্ষ ৬৪ হাজার ৯০৮। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৫৬০ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ১৩ হাজার ৯১ জন। এর মধ্যে আবার দেশে মাথাচাড়া দিয়েছে কোভিডের একাধিক ভ্যারিয়েন্ট। যার মধ্যে কাপ্পা ভ্যারিয়েন্টে বিধ্বস্ত রাজস্থান। তার উপর একমাসের মধ্যে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আতঙ্ক দানা বাঁধছে। সেই কারণেই আগামী ১০০-১২৫ দিন অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্র।
India reports 38,079 new cases and 560 deaths in last 24 hours, active caseload at 4,24,025; recovery rate rises to 97.31% pic.twitter.com/ufNAvPxo1u
— ANI (@ANI) July 17, 2021
করোনার দ্বিতীয় ঢেউয়ে লকডাউন ও কড়া বিধিনিষেধের জেরে মানুষ দীর্ঘদিন গৃহবন্দি হওয়ায় ধীরে ধীরে অবশ্য কমেছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হল ৪ লক্ষ ২৪ হাজার ২৫ জন। সেই সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৪৩ হাজার ৯১৬ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২ লক্ষ ২৭ হাজার ৭৯২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৭.৩১ শতাংশ।
টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। এখনও পর্যন্ত দেশে ৩৯ কোটি ৯৬ লক্ষেরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে রোগী চিহ্নিত করতে অব্যাহত টেস্টিং প্রক্রিয়াও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৯ লক্ষ ৯৮ হাজার ৭১৫টি নমুনা পরীক্ষা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.