সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশ করোনামুক্তির পথে এগোচ্ছে দেশ। রবিবারের পর সোমবারও কমল আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হাজারেরও কম। স্বাভাবিকভাবে দেশের নিম্নমুখী কোভিড গ্রাফ স্বস্তি জোগাচ্ছে সকলকেই।
Single-day rise of 937 Covid cases push India’s infection tally to 4,46,61,516, death toll climbs to 5,30,509: Union Health Ministry
— Press Trust of India (@PTI_News) November 7, 2022
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৯৩৭ জন। রবিবারের তুলনায় যা বেশ খানিকটা কম। এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৪৬ লক্ষ ৬১ হাজার ৫১৬ জন। আক্রান্তের পাশাপাশি কমেছে সক্রিয় রোগীর সংখ্যাও। বর্তমানে পজিটিভ কেস ১৪ হাজার ৫১৫। রবিবার সংখ্যাটা ছিল ১৪ হাজার ৮৩৯।
Active Covid cases decline to 14,515 from 14,839 a day earlier: Union Health Ministry
— Press Trust of India (@PTI_News) November 7, 2022
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৫০৯ জন। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে দেশজুড়ে বাড়ছে সুস্থতার হারও।
এদিকে, বাংলার করোনা চিত্রও বেশ সন্তোষজনক। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৬ জন। রবিবার করোনায় প্রাণ হারাননি একজনও রাজ্যবাসী। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.৯৬ শতাংশ। কোভিডকে হারিয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৬ জন। করোনা নিয়ন্ত্রণাধীন হলেও জোরকদমে চলছে টিকাকরণ কর্মসূচি। বিশেষজ্ঞরা বারবার সাবধানবাণী দিয়ে চলেছেন। ভিড় জায়গায় জমায়েতের ক্ষেত্রে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.