সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় আড়াই মাসের লকডাউন পেরিয়ে আনলকের (Unlock) পথে হাঁটছে ভারত। কিন্তু করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে আসা তো দূরের কথা, উলটে প্রতিদিনই নিত্যনতুন রেকর্ড ভাঙছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা একলাফে বেড়েছে ৯ হাজারেরও বেশি। যা এখনও পর্যন্ত সর্বাধিক। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৬০ জনের। এই সংখ্যাটাও এখনও পর্যন্ত সর্বাধিক।
This is the highest single day spike in the number of #COVID19 cases (9304) & deaths (260) in India. https://t.co/EZBy0XFGNt
— ANI (@ANI) June 4, 2020
সম্ভবত বিশ্বের একমাত্র দেশ হিসেবে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়া সত্বেও লকডাউন প্রত্যাহার করেছে ভারত। এখন তারই ফল ভোগ করছে দেশবাসী। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩০৪ জন। এর ফলে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ১৬ হাজার ৯১৯ জন। এর মধ্যে চিকিৎসাধীন ১ লক্ষ ৬ হাজার ৭৩৭ জন। সুস্থ হয়েছেন ১ লক্ষ ৪ হাজার ১০৭। এদিকে, ২৬০ জনের মৃত্যুর ফলে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৭৫ জনে। আক্রান্তের সংখ্যার বিচারে এখন সপ্তম স্থানে থাকলেও ৬ নম্বরে থাকা ইটালির থেকে অনেক দ্রুতহারে করোনা সংক্রমণ বাড়ছে এদেশে। যা পরিস্থিতি তাতে দ্রুত ইটালিকেও টপকে যাবে ভারত।
উল্লেখ্য, লকডাউন শিথিল হওয়ার পর থেকেই দেশে হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ। প্রতিদিনই আক্রান্তের গ্রাফ উর্ধ্বমুখী। রোজই অতীত রেকর্ড ভেঙে লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। আনলক ওয়ানে সেই সংখ্যা আরও বেশি করে নজরে পড়ছে। সম্প্রতি চিনের গবেষকরা দাবি করেছেন, মধ্য জুনে ভারতে ভয়ংকর আকার ধারণ করবে নোভেল করোনা ভাইরাস (Coronavirus)। প্রতি ২৪ ঘণ্টায় আক্রান্ত হবেন ১৫ হাজারেরও বেশি মানুষ। সেই আশঙ্কা যে অমুলক নয়, তা বোঝা যাচ্ছে প্রতিদিনের সংখ্যা বৃদ্ধি দেখেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.