Advertisement
Advertisement
COVID cases

COVID-19: দেশে ধীরে ধীরে কমছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা, একদিনে টিকা পেলেন সাড়ে ২২ লক্ষ

দেশে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৫ জন।

India reports 7,231 fresh COVID cases and 10,828 recoveries in the last 24 hours | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Sulaya Singha
  • Posted:August 31, 2022 10:30 am
  • Updated:August 31, 2022 10:38 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আড়াই বছর পরেও করোনার বিরুদ্ধে লড়াই অব্যাহত। তবে টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে অনেকটা লাগাম টানা সম্ভব হয়েছে। ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। তবে গত ২৪ ঘণ্টায় ফের লাফিয়ে বাড়ল কোভিড আক্রান্তের সংখ্যা।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৭,২৩১ জন। গতকাল যে সংখ্যাটা সাড়ে পাঁচ হাজারে নেমে গিয়েছিল। দৈনিক পজিটিভিটি রেট ২.০৫ শতাংশ। সংক্রমণ বাড়লেও অবশ্য গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় রোগী বর্তমানে ৬৪ হাজার ৬৬৭ জন। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার কমে হয়েছে ০.১৫ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৫ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৮৭৪।

Advertisement

[আরও পড়ুন: নারী নির্যাতনে ফের শীর্ষে উত্তরপ্রদেশ, পিছিয়ে নেই অন্য বিজেপি শাসিত রাজ্যগুলিও]

দেশের বেশিরভাগ রাজ্যে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও চিন্তায় রাখছে মহারাষ্ট্রের করোনা গ্রাফ। একদিনে সে রাজ্যে আক্রান্ত ১,৪৪৪ জন। গতকালের তুলনায় ৪৫ শতাংশ বেড়েছে সংক্রমণ। মারণ ভাইরাসের বলি আটজন। তবে আগের তুলনায় কমেছে দিল্লির দৈনিক সংক্রমণ। আগের দিনের তুলনায় কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী হলেও তা বিশেষ উদ্বেগজনক নয়। ধীরে ধীরে কমছে তামিলনাড়ু, কর্ণাটক, কেরলের অ্যাকটিভ কেসের সংখ্যাও।

এসবের মাঝে মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৮ লক্ষ ৩৫হাজার ৮৫২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৬৭ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে প্রায় ২১২ কোটি ৪০ লক্ষ। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন সাড়ে ২২ লক্ষের বেশি। জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার অভিযানও। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ৫২ হাজার ১৬৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

[আরও পড়ুন: পরিচারিকাকে গরম তাওয়া দিয়ে মার, প্রস্রাব চাটানোর অভিযোগে গ্রেপ্তার সাসপেন্ড হওয়া BJP নেত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement