সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওমিক্রন আতঙ্ক কাটিয়ে চলতি মাসে ফের স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় দেশ। গত তিনদিন ধরে দৈনিক সংক্রমণ এক লক্ষের নিচে। তবে গত ২৪ ঘণ্টায় ফের খানিকটা বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। তবে আরও বেশি করে ভয় ধরাচ্ছে মৃত্যুহার। একদিনেই দেশে কোভিডের বলি ১২০০-রও বেশি মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানাচ্ছে, ওমিক্রণের দাপটে ইতিমধ্যেই বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন পাঁচ লক্ষের বেশি। তাই সবমিলিয়ে পরিস্থিতি এখনও জটিল।
বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৩৬৫ জন। যা গতকালের তুলনায় খানিকটা বেশি। তবে স্বস্তি দিয়ে কমল অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ লক্ষ ৯২ হাজার ৮২৮। প্রতিদিনই একটু একটু করে কমছে পজিটিভিটি রেট। এই মুহূর্তে ভারতে ৪.৫৪ শতাংশ করোনা পজিটিভ রেট। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় শিথিল হচ্ছে বিধিনিষেধ। প্রায় সব রাজ্যেই খুলে গিয়েছে স্কুল-কলেজ। তবে WHO আক্ষেপ করে জানিয়েছে, করোনার নয়া স্ট্রেন ওমিক্রনের আবির্ভাবের পর থেকে এখনও পর্যন্ত বিশ্বে ৫ লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ১৩০ মিলিয়ন ওমিক্রণ সংক্রমিতের খবর সামনে এসেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, বিশ্বের প্রতিটি প্রান্তে টিকাকরণে একইরকম ভাবে জোর দেওয়া সম্ভব হলে এবং কোভিডবিধি পালন করা হলে, এই পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণ করা যেত।
India reports 71,365 fresh #COVID19 cases, 1,72,211 recoveries and 1,217 deaths in the last 24 hours.
Active cases: 8,92,828 (2.11%)
Death toll: 5,05,279
Daily positivity rate: 4.54%Total vaccination: 1,70,87,06,705 pic.twitter.com/9rtuxfM4dj
— ANI (@ANI) February 9, 2022
তবে এবার প্রাপ্ত বয়স্কদের করোনা চিকিৎসার জন্য বাজারে এল নয়া ন্যাজাল স্প্রের। গ্লেনমার্ক কোম্পানির তরফে নিট্রিক অক্সাইড ন্যাজাল স্প্রেটি প্রাপ্তবয়স্কদের চিকিৎসায় বড় ভূমিকা নেবে বলেই আশা করা হচ্ছে। ভারতীয় ড্রাগ রেগুলেটর থেকে অনুমতি পেয়েই তৈরি হয়েছে এই স্প্রে।
Glenmark launches Nitric Oxide Nasal Spray(FabiSpray®)in India for treatment of adult patients with #COVID19,in partnership with SaNOtize. It received manufacturing-marketing approval from India’s drug regulator for Nitric Oxide Nasal Spray as part of accelerated approval process pic.twitter.com/MVTLu1xZoK
— ANI (@ANI) February 9, 2022
এদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃতের সংখ্যা রীতিমতো ভয় ধরানোর মতো। মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১২১৭ জন। যা গতকালের তুলনায় বেশি। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ৫ হাজার ২৭৯ জন। তবে উদ্বেগের মাঝেও আশার আলো দেখাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ১০ লক্ষ ১২ হাজার ৮৬৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ লক্ষ ৭২ হাজার ২১১ জন। সুস্থতার হার ৯৬.৭০ শতাংশ।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭০.৮৭ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ৫৩ লক্ষের বেশি। তবে টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১৫ লক্ষের ৭১ হাজার ৭২৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.