সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কড়া বিধিনিষেধ ও টিকাকরণে জোর দিয়ে দেশজুড়ে করোনা সংক্রমণকে অনেকখানি নিয়ন্ত্রণে আনা গেলেও বছর শেষে মাথাচাড়া দিয়েছে ‘ওমিক্রন’ আতঙ্ক। প্রতিদিনই একটু একটু করে বাড়ছে এই নয়া স্ট্রেনে আক্রান্তের সংখ্যা। তাই সার্বিক পরিস্থিতি বিশেষ উদ্বেগজনক না হলেও এখনই স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন না দেশবাসী।
বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৮৪ জন। টেস্টের পরিমাণ বাড়তেই যে সংখ্যা গতকালের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে শুধু কেরলেরই আক্রান্ত ৩,৩৭৭। আর এরই মধ্যে নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ওমিক্রন। গতকালই দিল্লি ও রাজস্থানে এই স্ট্রেনে আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। এরপরই জানা যায় মহারাষ্ট্রেও আরও বেড়েছে ওমিক্রনে (Omicron) সংক্রমিতের সংখ্যা। নতুন করে আটজনের শরীরে মিলেছে এই ভাইরাস। যার মধ্যে সাতজনই মুম্বইয়ের। ফলে সে রাজ্যে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮।
COVID-19 | India reports 6,984 new cases, 8,168 recoveries, & 247 deaths in the last 24 hours
Active cases: 87,562
Total recoveries: 3,41,46,931
Death toll: 4,76,135Total vaccination: 1,34,61,14,483 doses pic.twitter.com/1Hsn8vh40G
— ANI (@ANI) December 15, 2021
এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২৪৭ জন। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৬ হাজার ১৩৫ জন। প্রতিদিনই কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৮৭ হাজার ৫৬২ জন। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪১ লক্ষ ৪৬ হাজার ৯৩১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ১৬৮ জন। সুস্থতার হার ৯৮.৩৮ শতাংশ।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৩৪ কোটি ৬১ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকালই ভ্যাকসিন পেয়েছেন প্রায় ৬৯ লক্ষ মানুষ। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১১ লক্ষের ৮৪ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.