সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার কোভিড বিধিনিষেধ ও টিকাকরণে জোর দিয়ে বছর শেষে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে করোনাকে। কিন্তু এরই মধ্যে আবার দেশজুড়ে বাড়ছে ‘ওমিক্রন’ আতঙ্ক। প্রতিদিনই বেড়ে চলেছে এই নয়া স্ট্রেনে আক্রান্তের সংখ্যা। তবে স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান জানাচ্ছে বর্তমানে ভারতের সার্বিক কোভিড পরিস্থিতি বিশেষ উদ্বেগজনক নয়।
মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৫ হাজার ৭৮৪ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় অনেকটাই কম। তবে নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ওমিক্রন। সুরাটে এই স্ট্রেনে আক্রান্তের খোঁজ মিলেছে। ভারতের থেকে অবশ্য অনেক বেশি করুন পরিস্থিতি ব্রিটেনের। ওমিক্রন আতঙ্কে রীতিমতো কাঁপছে ইংল্যান্ড। ভ্যাকসিন নেওয়ার লাইন দীর্ঘায়িত হচ্ছে। সে দেশের স্বাস্থ্য দপ্তরের তরফে বলা হয়েছে, লন্ডনে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪৪ শতাংশেরও বেশি হারে বাড়ছে। ফলে আগামী ৪৮ ঘণ্টায় নতুন করে তা গোটা দেশে দাপট দেখাবে। শুধু তাই নয়, আগামী বছর এপ্রিলের মধ্যে ৭৫ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কাও প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আর সেই কারণেই আগাম সতর্কতা অবলম্বন করে সোমবার থেকে টিকার লাইনে ভিড় বেড়েছে।
COVID19 | India reports 5,784 new cases, 7,995 recoveries, & 252 deaths in the last 24 hours
Active cases: 88,993
Total recoveries: 3,41,38,763
Death toll: 4,75,888Total vaccination: 133.8 crore doses pic.twitter.com/jp8gvBI2UG
— ANI (@ANI) December 14, 2021
সেদিক থেকে ভারতে আপাতত নিয়ন্ত্রণে সংক্রমণ। মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২৫২ জন। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৫ হাজার ৮৮৮ জন। প্রতিদিনই একটু একটু করে কমছে অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৮৮ হাজার ৯৯৩ জন। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪১ লক্ষ ৩৮ হাজার ৭৬৩ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭ হাজার ৯৯৫ জন। সুস্থতার হার ৯৮.৩৭ শতাংশ।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৩৩ কোটি ৮০ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকালই ভ্যাকসিন পেয়েছেন প্রায় ৬৭ লক্ষ মানুষ। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ৯ লক্ষের ৯০ হাজার ৪৮২ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.