সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগাতার নিম্নমুখী দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কমতে কমতে সেটা নেমে গিয়েছে ছ’শোরও কম। কার্যত গোটা বিশ্ব থেকেই এই মহামারী বিদায় নেওয়ার পথে। কয়েকদিন আগে পর্যন্ত করোনার পরিসংখ্যান ওঠানামা চিন্তায় রেখেছিল স্বাস্থ্যমন্ত্রককে। সেটাও আর নেই।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৫৪৭ জন। রবিবার সংখ্যাটা ছিল খানিকটা বেশি। ওইদিন আক্রান্ত হন ৭৩৪ জন। এখনও পর্যন্ত দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৬৬ হাজার ৯২৪ জন। সংক্রমণ কমার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কমেছে অ্যাকটিভ কেসও। দেশের সক্রিয় করোনা রোগী বর্তমানে ৯ হাজার ৪৬৮ জন।
Single-day rise of 547 new COVID-19 cases push India’s tally of infections to 4,46,66,924, death toll climbs to 5,30,532: Govt
— Press Trust of India (@PTI_News) November 14, 2022
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ৩০ হাজার ৫৩২ জন। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে দেশজুড়ে বাড়ছে সুস্থতার হার। অর্থাৎ সার্বিকভাবে দেশের পরিসংখ্যানে স্বস্তি মিলেছে।
Count of active COVID-19 cases in India stands at 9,468: Union Health Ministry
— Press Trust of India (@PTI_News) November 14, 2022
বাংলাতেও করোনার গ্রাফ কমছে হু হু করে। রবিবার আক্রান্ত হয়েছেন ১৮ জন। যা শনিবারের তুলনায় বেশ কিছুটা কম। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়াল ২১ লক্ষ ১৮ হাজার ৩৩৯। তবে রবিবার করোনায় প্রাণহানি হয়নি কারও। সংক্রমণ কমলেও টিকাকরণ চলছে জোরকদমে। চলছে নমুনা পরীক্ষাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.