ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কড়া বিধিনিষেধের জেরে নিয়ন্ত্রণে এসেছে দেশের সার্বিক করোনা পরিস্থিতি। কিন্তু মারণ ভাইরাস যে এখনও বিদায় নেয়নি, তা ফের জানান দিচ্ছে। নতুন করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতের বাকি রাজ্যগুলিতে সংক্রমণ লাগাম টানা সম্ভব হলেও উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্রের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টাতেই সে রাজ্যে ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে সংক্রমণ।
বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৫,২৩৩ জন। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই একদিনে আক্রান্ত হয়েছেন ১,৮৮১ জন। ৮০ শতাংশ বেড়েছে সংক্রমণ। মুম্বইয়ের পরিস্থিতিও বেশ উদ্বেগজনক। সেখানে একদিনে ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে আক্রান্তের পরিমাণ। একদিনে বাণিজ্যনগরীকে সংক্রমিত ১২০০-রও বেশি মানুষ। বেড়েছে হাসপাতালে ভরতির হারও।
#COVID19 | India reports 5,233 fresh cases, 3,345 recoveries, and 7 deaths in the last 24 hours.
Total active cases are 28,857 pic.twitter.com/2tFODtK1se
— ANI (@ANI) June 8, 2022
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন সাতজন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৭১৫। গত ২৪ ঘণ্টায় অনেকটাই বাড়ল সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৮৫৭। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার বেড়ে ০.০৭ শতাংশ।
তবে এসবের মধ্যেই স্বস্তিজনক সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৩৬ হাজার ৭১০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৩,৩৪৫ জন। সুস্থতার হার ৯৮.৭২ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৪ কোটি ৪৩ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৪ লক্ষের বেশি। জোর দেওয়া হচ্ছে বুস্টার ডোজেও। বিধিনিষেধ উঠে গেলেও কোনওভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ১৩ হাজার ৩৬১ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.