সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিলল সামান্য স্বস্তি। বুধবারের তুলনায় দেশজুড়ে কিছুটা নিম্নমুখী কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৫০৯ জন। তবে সামান্য বেসামাল হলে করোনা পরিস্থিতি ফের ভয়াবহ রূপ নিতে পারে বলে বারবার সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবারের স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৫০৯ জন। যা বুধবারের তুলনায় কিছুটা কম। কারণ, ওইদিন ৪৩ হাজার ৬৫৪ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে মঙ্গলবার করোনা গ্রাফ নেমেছিল ৩০ হাজারের নিচে। তার ফলে দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ১৫ লক্ষ ২৮ হাজার ১১৪ জন। অ্যাকটিভ কেস ৪ লক্ষ ৩ হাজার ৮৪০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৬৪০ জনের। তার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ২২ হাজার ৬৬২ জন। ভাইরাসকে হারিয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৪৬৫ জন। সুস্থতার হার ৯৭.৩৮ শতাংশ।
India reports 43,509 fresh infections, 38,465 recoveries in the last 24 hours; Active caseload currently at 4,03,840, recovery rate at 97.38%: Ministry of Health and Family Welfare pic.twitter.com/yAKlSwOFaQ
— ANI (@ANI) July 29, 2021
COVID19 | Total samples tested up to 28th July are 46,26,29,773 including 17,28,795 samples tested yesterday pic.twitter.com/A3pMi7HhC9
— ANI (@ANI) July 29, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.