Advertisement
Advertisement

Breaking News

লাফিয়ে বাড়ল দেশের দৈনিক Corona সংক্রমণ, একদিনে মৃতের সংখ্যা বৃদ্ধি পেল ১০ গুণ!

মঙ্গলবার অনেকটাই কমেছিল সংক্রমণ ও মৃত্যু।

India reports 42,015 new COVID19 cases, 36,977 recoveries in 24 hours | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:July 21, 2021 9:53 am
  • Updated:July 21, 2021 10:29 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মাসেই তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় ত্রস্ত গোটা দেশ। সংক্রমণ রুখতে কড়া প্রশাসনও। বাতিল করা হচ্ছে একের পর এক ধর্মীয় সমাগম। আর এসবের মধ্যেই নতুন করে চিন্তা বাড়াল দেশের করোনা গ্রাফ। মঙ্গলবারের করোনা রিপোর্টে যেখানে দেখা গিয়েছিল, মৃতের সংখ্য়া অনেকটাই কমেছে, সেখানে আজ একলাফে তা দশগুণেরও বেশি বাড়ল।

বুধবারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪২ হাজার ১৫ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ১২ লক্ষ ১৬ হাজার ৩৩৭। বর্তমানে দেশের পজিটিভিটি রেট ২.২৭ শতাংশ। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৩৯৯৮ জন। যে সংখ্যাটা গতকাল ছিল ৩৭৪। ২৪ ঘণ্টায় শুধু মহারাষ্ট্রতেই প্রাণ গিয়েছে ২,৪৭৯ জনের। আচমকা এই বৃদ্ধি রীতিমতো চিন্তায় ফেলে দিচ্ছে বিশেষজ্ঞদেরও। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ১৪ হাজার ৪৮০ জন। এর মধ্যে আবার দেশে মাথাচাড়া দিয়েছে কোভিডের একাধিক ভ্যারিয়েন্ট। তৃতীয় ঢেউয়ের দাপট রুখতে আগামী ১০০-১২৫ দিন অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্র।

Advertisement

[আরও পড়ুন: Pegasus নজরদারি চালিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনেও! চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের]

তবে করোনার দ্বিতীয় ঢেউয়ে লকডাউন ও কড়া বিধিনিষেধের জেরে মানুষ দীর্ঘদিন গৃহবন্দি হওয়ায় ধীরে ধীরে কমেছে অ্যাকটিভ কেস। যদিও গত ২৪ ঘণ্টায় সমস্ত গ্রাফই উদ্বেগজনক। গত কয়েক দিন অ্যাকটিভ কেস নিম্নমুখী হলেও স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, ২৪ ঘণ্টায় সেই সংখ্যা বেড়েছে। বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে হল ৪ লক্ষ ৭ হাজার ১৭০ জন। এসব চিন্তার মাঝেই অবশ্য ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩ লক্ষ ৯০ হাজার ৬৮৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে একদিনে করোনামুক্ত হয়েছেন ৩৬ হাজার ৯৭৭ জন।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। এখনও পর্যন্ত দেশে ৪১ কোটি ৫৪ লক্ষেরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে রোগী চিহ্নিত করতে অব্যাহত টেস্টিং প্রক্রিয়াও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৮ লক্ষ ৫২ হাজার ১৪০টি নমুনা পরীক্ষা হয়েছে।

[আরও পড়ুন: রাজনীতির অপরাধীকরণ রুখতে পদক্ষেপ করবে না আইনসভা, তোপ সুপ্রিম কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement