Advertisement
Advertisement
COVID-19

COVID-19 Update: দেশে দৈনিক করোনা সংক্রমণ কমে ৩১ হাজার, নিম্নমুখী অ্যাকটিভ কেসও

একদিনে টিকা পেলেন ১ কোটি ১৩ লক্ষেরও বেশি মানুষ।

India reports 31,222 new COVID-19 cases in last 24 hours | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:September 7, 2021 9:46 am
  • Updated:September 7, 2021 10:01 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আতঙ্কের মাঝেই আবার চোখ রাঙাচ্ছে ভাইরাসের একাধিক স্ট্রেন। তাই দ্রুত টিকাকরণেই করোনা মোকাবিলা করতে বদ্ধপরিকর সরকার। আর সেই লক্ষ্যে ফের রেকর্ড সংখ্যায় ভ্যাকসিন দেওয়া হল সোমবার। একই সঙ্গে স্বস্তি দিল মঙ্গলবার প্রকাশিত করোনা গ্রাফও। কারণ এদিন সংক্রমিতের সংখ্যা কমার পাশাপাশি কমল অ্যাকটিভ কেসও।

এদিন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩১ হাজার ২২২ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় বেশ খানিকটা কম। তবে সবচেয়ে বেশি চিন্তায় রাখছে কেরলের পরিস্থিতি। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩০ লক্ষ ৫৮ হাজার ৮৪৩। একদিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ২৯০ জন। দেশে এখনও পর্যন্ত করোনা বলি ৪ লক্ষ ৪১ হাজার ৪২ জন।

Advertisement

[আরও পড়ুন: ‘যা পারেন করে নিন, পিছু হঠব না’, দিল্লিতে দাঁড়িয়ে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের]

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের পাশাপাশি দীর্ঘদিন পর নিম্নমুখী অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯২ হাজার ৮৬৪ জন। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২২ লক্ষ ২৪ হাজার ৯৩৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪২ হাজার ৯৪২ জন।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। দেশে এখনও পর্যন্ত দেশে সাড়ে ৬৯ কোটি ৯০ লক্ষেরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন ১ কোটি ১৩ লক্ষের বেশি নাগরিক। তবে টিকাকরণের পাশাপাশি রোগী চিহ্নিত করতে অব্যাহত টেস্টিং প্রক্রিয়াও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৫ লক্ষ ২৬ হাজার ৫৬ টি নমুনা পরীক্ষা হয়েছে। এদিকে প্রাপ্ত বয়স্ক করোনা রোগীদের চিকিৎসার জন্য DCGI-এর ছাড়পত্র পেল আরও একটি ওষুধ টোসিলিজুমাব।

[আরও পড়ুন: দামি বাইকে চেপে চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও ২ চোর, দেওয়া হল গণধোলাই]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement