Advertisement
Advertisement
COVID19

COVID-19: দেশে বেড়েই চলেছে করোনার অ্যাকটিভ কেস, বুস্টার ডোজে জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রেও লাফিয়ে বাড়ল সংক্রমণ।

India reports 2,593 new COVID19 cases, 44 deaths in last 24 hours | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:April 24, 2022 9:32 am
  • Updated:April 24, 2022 9:41 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। অন্যান্য রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও ভয় ধরাচ্ছে রাজধানী দিল্লির ঊর্ধ্বমুখী সংক্রমণ। ফলে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। এরই মধ্যে আবার এক গবেষণা জানাচ্ছে, ওমিক্রন স্ট্রেনের উপর বিশেষ কার্যকর নয় কোভিশিল্ড! তাই বুস্টার ডোজে জোর দেওয়ারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২,৫৯৩ জন। গতকালের তুলনায় যা খানিকটা বেশি। এর মধ্যে দিল্লিতেই আক্রান্ত ১ হাজার ৯৪ জন। আবার গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রেও লাফিয়ে বাড়ল সংক্রমণ। একদিনে আক্রান্ত ১৯৪ জন। যা গত একমাসের মধ্যে সর্বোচ্চ। দিল্লিতে করোনা চোখ রাঙানোয় সব মিলিয়ে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও বেড়েছে। বর্তমানে অ্যাকটিভ কেস ১৫ হাজার ৮৭৩। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার আপাতত ০.০৪ শতাংশ।

Advertisement

[আরও পড়ুন: আমজনতার হেঁশেলে আগুন, আরও বাড়তে চলেছে ভোজ্য তেলের দাম!]

রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪৪ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২২ হাজার ১৯৩। দেশে সার্বিকভাবে করোনায় লাগাম টানা সম্ভব হলেও ইউরোপের ছবিটা বেশ উদ্বেগজনক। ইটালিতেই যেমন একদিনে আক্রান্ত ৭০ হাজারেরও বেশি। প্রায় হারিয়েছেন ১৪৩ জন।

দিল্লির করোনা গ্রাফ খানিকটা চিন্তায় রাখলেও দেশে সুস্থতার হার স্বস্তিজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ১৯ হাজার ৪৭৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৭৫৫ জন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৮৭ কোটি ৬৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন সাড়ে ১৯ লক্ষের বেশি। বিধিনিষেধ উঠে গেলেও কোনওভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৪ লক্ষ ৩৬ হাজার ৫৩২ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

[আরও পড়ুন: জম্মুতে মোদির সভাস্থলের ১২ কিলোমিটার দূরে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement