Advertisement
Advertisement

Breaking News

২৪ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ, একদিনে প্রাণ হারালেন ১০৮ জন

দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ১১ লক্ষ ৯২ হাজার ৮৮।

India reports 18,327 new COVID-19 cases and 108 deaths in the last 24 hours | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:March 6, 2021 9:18 am
  • Updated:March 6, 2021 9:37 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে চলছে দ্বিতীয় পর্যায়ের করোনা টিকাকরণ। কিন্তু তা সত্ত্বেও এখনও পুরোপুরি বাগে আনা সম্ভব হয়নি সংক্রমণ। গত কয়েকদিন ধরেই একটু একটু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকালের তুলনায় একদিনে মৃতের সংখ্যা কম হলেও চিন্তায় রাখছে ভারতের ক্রমবর্ধমান অ্যাকটিভ কেস।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার ৩২৭ জন করোনা (Corona virus) আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে ৮ শতাংশ বেশি। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১ কোটি ১১ লক্ষ ৯২ হাজার ৮৮ জন। গত কয়েকদিন ধরেই বাড়ছিল অ্যাকটিভ কেস। যদিও এদিন তা সামান্য নিম্নমুখী। বর্তমানে করোনার চিকিৎসাধীন ১ লক্ষ ৮০ হাজার ৩০৪ জন। 

Advertisement

[আরও পড়ুন: রেশনে ভরতুকি কমানোর সিদ্ধান্ত কেন্দ্রের, এবার আন্দোলনের পথে রেশন ডিলাররা]

ভ্যাকসিন আসার পরও করোনা কেড়ে চলেছে বহু মানুষের প্রাণ। ২৪ ঘণ্টাতেই যেমন মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ১০৮ জনের। যে সংখ্যাটা গতকাল ছিল ১১৩। এখনও পর্যন্ত মারণ ভাইরাসে দেশে প্রাণ গিয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ৬৫৬ জনের। এসবের মধ্যেও কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরাই। দেশে ১ কোটি ৮ লক্ষ ৫৪ হাজার ১২৮ জন করোনা মুক্ত হয়ে উঠেছেন। যাঁদের মধ্যে গত একদিনে সুস্থ ১৪ হাজার ২৩৪ জন।

এদিকে, প্রথম পর্যায়ে নির্ধারিত গতির তুলনায় টিকাকরণ খানিকটা স্লথ হলেও দ্বিতীয় পর্যায়ে জোর কদমেই চলছে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া। এখনও পর্যন্ত ১ কোটি ৯৪ লক্ষ ৯৭ হাজার ৭০৪ জনকে টিকা দেওয়া হয়েছে। তবে একইসঙ্গে করোনা রোগী চিহ্নিত করতে চলছে টেস্টিংও। ICMR-এর রিপোর্ট বলছে, মোট প্রায় ২২ কোটি ৭ লক্ষ মানুষের এখনও পর্যন্ত করোনা টেস্ট হয়েছে। যার মধ্যে গতকালই সাড়ে ৭ হাজারেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশকে দ্রুত করোনা মুক্ত করে তোলার জন্য প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

[আরও পড়ুন: অসমে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, জালুকবাড়ি থেকে ময়দানে হিমন্ত বিশ্বশর্মা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement