Advertisement
Advertisement
COVID-19

COVID-19: দেশে ১৩ হাজার ছাড়াল করোনার দৈনিক সংক্রমণ, বেড়েই চলেছে অ্যাকটিভ কেস

শুধু দিল্লিতেই একদিনে সংক্রমিতের সংখ্যা ১৭০০-র বেশি।

India reports 13,216 new COVID cases, 8,148 recoveries in last 24 hours | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:June 18, 2022 10:05 am
  • Updated:June 18, 2022 10:21 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নিজের অস্তিত্ব জানান দিচ্ছে মারণ করোনা ভাইরাস। গত কয়েকদিন ধরে লাগাতার বেড়ে চলেছে দৈনিক সংক্রমণ। যেখানে গত মাসেই ৫ হাজারের মধ্যে ছিল দৈনিক আক্রান্তের সংখ্যা, সেখানে গত ২৪ ঘণ্টায় তা ছাড়াল ১৩ হাজারের গণ্ডি। উদ্বেগ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৩,২১৬ জন। গতকাল যে সংখ্যাটা ছিল ১৩ হাজারের নিচে। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই একদিনে আক্রান্ত ৪ হাজারেরও বেশি। মুম্বইয়ে সংক্রমিত ২২২৫ জন। সে রাজ্যে অ্যাকটিভ কেসের সংখ্যাও হু হু করে বাড়ছে। রাজধানী দিল্লির করোনা গ্রাফও বেশ উদ্বেগজনক। সেখানে একদিনে করোনা থাবা বসিয়েছে ১৭৯৭ জনের শরীরে। 

Advertisement

[আরও পড়ুন: অগ্নিপথ ঘিরে অগ্নিগর্ভ দেশ, পরিস্থিতি সামাল দিতে বড় ঘোষণা কেন্দ্রের]

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৩ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৮৪০। ভয় ধরিয়ে গত ২৪ ঘণ্টায় অনেকটাই বাড়ল সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৬৮ হাজার ১০৮। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার বেড়ে হল ০.১৬ শতাংশ।

তবে এসবের মধ্যে একমাত্র স্বস্তি সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৬ লক্ষ ৯০ হাজার ৮৪৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৮,১৪৮ জন। সুস্থতার হার ৯৮.৬৩ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৬ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন প্রায় ১৫ লক্ষ। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৪ লক্ষ ৮৪ হাজার ৯২৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

[আরও পড়ুন: ১০০ বছরে পা হীরাবেনের, মায়ের পা ধুইয়ে নিলেন আশীর্বাদ, আবেগঘন বার্তাও দিলেন মোদি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement