Advertisement
Advertisement
Corona

২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৯০ জন, উদ্বেগ বাড়াল ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণের হার ৪ শতাংশ কম।

India reports 11,649 new Corona cases, 90 deaths in the last 24 hours | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:February 15, 2021 10:00 am
  • Updated:February 15, 2021 4:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিকাকরণ শুরু হওয়ার পর থেকে দেশে করোনার সংক্রমণকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যত দিন যাচ্ছে, এই মারণ ভাইরাসের বিরুদ্ধে জয়ের দিকে দ্রুত গতিতে এগোচ্ছে ভারত। আনলক পর্বের গোড়ার দিকে দৈনিক সংক্রমণ চিন্তার ভাঁজ ফেলেছিল। সেই উদ্বেগ অনেকটাই কেটেছে। প্রায় প্রতিদিনই একটু একটু করে কমছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে সুস্থতার হার। যদিও ভ্যালেন্টাইনস ডে’র পরের দিনই বেশ খানিকটা বাড়ল অ্যাকটিভ কেস।

সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৪৯ জন। যা গতকালের তুলনায় প্রায় ৪ শতাংশ কম। ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯ লক্ষ ১৬ হাজার ৫৮৯ জন। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত সামান্য কমলেও উদ্বেগ বাড়িয়েছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস। বর্তমানে এই মারণ রোগে চিকিৎসাধীন ১ লক্ষ ৩৯ হাজার ৬৩৭ জন। গত কয়েকদিন ধরে অ্যাকটিভ কেস লাগাতার কমতে থাকলেও প্রেম দিবসের পরের দিনই কিন্তু গ্রাফ উঠল উপরের দিকে।

Advertisement

[আরও পড়ুন: করোনা যুদ্ধে মেক্সিকোকে সাহায্য ভারতের, বন্ধুত্ব অটুট রেখে পাঠানো হল কোভিশিল্ড]

এদিকে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন বলছে, দেশে করোনা ভাইরাসে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৫৫ হাজার ৭৩২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯০ জনের। তবে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। গত একদিনে যেমন করোনাকে জয় করেছেন ৯ হাজার ৪৮৯জন। এখনও পর্যন্ত ভারতে করোনাজয়ীর সংখ্যা ১ কোটি ৬ লক্ষ ২১ হাজার ২২০ জন।

৮২ লক্ষের বেশি মানুষের টিকাকরণ (Corona Vaccination) হয়েছে দেশে। টিকাকরণের গতি নির্ধারিত লক্ষ্যের থেকে খানিকটা কম হলেও, অন্যান্য দেশের তুলনায় অনেকটাই বেশি। তবে ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি দ্রুত করোনা রোগী চিহ্নিত করতে আগের মতোই চলছে নমুনা পরীক্ষাও।

[আরও পড়ুন: পিপিই কিট পরে রাস্তায় ভিক্ষা মহিলা স্বাস্থ্যকর্মীর! কিন্তু কেন?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement