Advertisement
Advertisement

Breaking News

Corona cases

COVID-19 Updates: গত ২৪ ঘণ্টায় দেশে লাফিয়ে বাড়ল করোনায় মৃত্যু, ভয় ধরাচ্ছে কেরলের গ্রাফ

তবে প্রতিদিনই একটু একটু করে কমছে অ্যাকটিভ কেস।

India reports 11,466 new Corona cases and 460 deaths in the last 24 hours | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:November 10, 2021 9:50 am
  • Updated:November 10, 2021 10:00 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেড় বছর কেটে গেলেও করোনার দাপট অব্য়াহত। তবে সংক্রমণের চোখ রাঙানির মাঝেও স্বাভাবিক ছন্দে ফিরতে মরিয়া গোটা দেশ। আর সেই লক্ষ্যে জোর দেওয়া হচ্ছে টিকাকরণে। বাড়ি বাড়ি গিয়ে ভ্যাকসিন দেওয়ার কর্মসূচিও শুরু হয়েছে। তবে কোনওভাবেই যেন সম্পূর্ণ বাগে আনা যাচ্ছে না মারণ ভাইরাসকে। গত ২৪ ঘণ্টায় অ্যাকটিভ কেস কমলেও লাফিয়ে বাড়ল মৃতের সংখ্যা।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ৪৬৬ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে খানিকটা বেশি। রাজধানী দিল্লির পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণে হলেও নতুন করে ভয় ধরাচ্ছে কেরলের কোভিড গ্রাফ। শুধু দক্ষিণের এই রাজ্যেই গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬৪০৯ জন। আবার একদিনে দেশে বেড়েছে মৃতের সংখ্যাও। রিপোর্ট অনুযায়ী, মারণ ভাইরাসে ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৪৬০ জন। যার মধ্যে কেরলে মৃত ৪৭ জন। ছটপুজোর আগে যে ছবিটা নিঃসন্দেহে উদ্বেগজনক। দেশে এখনও অবধি করোনার বলি ৪ লক্ষ ৬১ হাজার ৮৪৯ জন। 

Advertisement

[আরও পড়ুন: Lakhimpur Kheri case: লখিমপুরে গুলি চলেছিল কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বন্দুক থেকেই, জানাল ফরেনসিক রিপোর্ট]

সংক্রমণ বৃদ্ধি পেলেও প্রতিদিনই একটু একটু করে কমছে অ্যাকটিভ কেস। সক্রিয় রোগীর নিম্নমুখী গ্রাফই আশার আলো দেখাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১ লক্ষ ৩৯ হাজার ৬৮৩ জন। যা গত ২৬৪ দিনে সর্বনিম্ন। সংক্রমণ ঠেকাতে কোভিডবিধি নিয়ে নতুন করে কড়াকড়ি শুরু হয়েছে। জারি হয়েছে একাধিক বিধিনিষেধও। দেশজুড়ে ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হার (৯৮.২৫ শতাংশ)। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৭ লক্ষ ৮৭ হাজার ৪৭ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১১ হাজার ৯৬১ জন।

ভাইরাস রুখে দিতে টিকাকরণকেই মূল হাতিয়ার করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে মোট ১০৯ কোটি ৬৩ লক্ষ ৫৯ হাজার ২০৮ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকালই ভ্যাকসিন দেওয়া হয়েছে ৫২ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১২ লক্ষের ৭৮ হাজার ৭২৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

[আরও পড়ুন: শাড়ির আঁচল দিয়ে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা, ‘পদ্ম’ প্রাপ্তির মুহূর্তে রূপান্তরকামী শিল্পীর কীর্তি ভাইরাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement