Advertisement
Advertisement

Breaking News

corona cases

COVID-19 Update: স্বস্তি দিয়ে এক ধাক্কায় অনেকটা কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু

৫৩১ দিনে সর্বোনিম্ন অ্যাকটিভ কেসের সংখ্যা।

India reports 10,302 new corona cases, 11,787 recoveries in last 24 hours | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:November 20, 2021 9:38 am
  • Updated:November 20, 2021 9:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিকাকরণকে হাতিয়ার করেই ধীরে ধীরে সুস্থতার পথে এগিয়ে চলেছে দেশ। উৎসবের মরশুম শেষেও অনেকটাই নিয়ন্ত্রণে ভারতের কোভিড গ্রাফ। গত ঘণ্টাতেই যেমন এক ধাক্কায় অনেকটাই কমল করোনা সংক্রমণ এবং মৃত্যু। একই সঙ্গে স্বস্তি দিয়ে কমছে অ্য়াকটিভ রোগীর সংখ্যাও।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৩০২ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গতকালের থেকে বেশ খানিকটা কম। দূষণ নিয়ে চিন্তিত রাজধানী দিল্লিতেও আপাতত অনেকটা বাগে আনা গিয়েছে সংক্রমণ। তবে এখনও চিন্তায় রাখছে কেরলের কোভিড গ্রাফ। শুধু দক্ষিণের রাজ্যটিতেই একদিনে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৭৫৪। মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ২৬৭ জন। যা গতকাল ছিল ৪৫৯। এর মধ্যে কেরলে একদিনে করোনার বলি ৪৯ জন। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৬৫ হাজার ৩৪৯ জন।

Advertisement

[আরও পড়ুন: International Men’s Day: ‘এই গ্রহের সবচেয়ে বিস্ময়কর মানুষকে…’, শোভনকে বিশেষ বার্তা বৈশাখীর]

এরই মধ্যে আশার আলো দেখাচ্ছে কমতে থাকা অ্যাকটিভ কেস। গত ৫৩১ দিনে সক্রিয় রোগীর সংখ্যা আজ সর্বনিম্ন। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১ লক্ষ ২৪ হাজার ৮৬৮ জন। অর্থাৎ ১ শতাংশেরও কম। গত বছর মার্চ মাসের এই প্রথম এতটা কম অ্যাকটিভ কেস। ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হারও। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৯ লক্ষ ৯ হাজার ৭০৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১১ হাজার ৭৮৭ জন। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ।

এদিকে দেশজুড়ে অব্যাহত টিকাকরণ অভিযানও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে মোট ১১৫ কোটি ৭৯ লক্ষ ৬৯ হাজার ২৭৪ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকালই ভ্যাকসিন দেওয়া হয়েছে ৫১ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি আগের মতোই চলছে টেস্টিংও। গতকাল যেমন ১০ লক্ষের ৭২ হাজার ৮৬৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

[আরও পড়ুন: ‘এই তৃণমূল আর নয়…’ আগরতলায় বাবুল সুপ্রিয়র সভার মাঝেই বেজে উঠল তাঁরই গাওয়া গান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement