ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কড়া বিধিনিষেধ, টেস্টিং ও টিকাকরণের জোর, বুস্টার ডোজ অভিযান- সব বাধাকেই যেন ছাপিয়ে যাচ্ছে নোভেল করোনা ভাইরাস। নতুন করে লাগামহীন ভাবে ছড়াচ্ছে সংক্রমণ। যদিও গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার কমল সাড়ে ৬ শতাংশ। তবে একদিনে ১ লক্ষ ৬৮ হাজার আক্রান্তের সংখ্যাটা নেহাত স্বস্তিদায়ক নয়। উদ্বেগ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও।
মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৬৩ জন। যার ফলে বর্তমানে দেশে মোট সংক্রমিত বেড়ে হল ৩ কোটি ৫৮ লক্ষ ৭৫ হাজার ৭৯০। পটিজিভিটি রেট ১০.৬৪ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছে পাঁচ রাজ্য। মহারাষ্ট্রে যেমন গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৪৭০। তালিকায় এরপরই রয়েছে পশ্চিমবঙ্গ। একদিনে এ রাজ্যে ১৯,২৮৬ জন আক্রান্ত। যদিও সোমবারের তুলনায় বাংলার সংখ্যাও নিম্নমুখী। এরপরই রয়েছে দিল্লি যেখানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১৯,১৬৬ জন। তামিলনাড়ু ও কর্ণাটকে একদিনে সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ১৩,৯৯০ ও ১১,৬৯৮।
COVID-19 | India reports 1,68,063 fresh cases, 69,959 recoveries & 277 deaths in the last 24 hours
Active case tally reaches 8,21,446. Daily positivity rate (10.64%)
Omicron case tally at 4,461 pic.twitter.com/ikKRh2Xh6G
— ANI (@ANI) January 11, 2022
এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ২৭৭ জন। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৪ হাজার ২১৩ জন। অস্বস্তি বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৮ লক্ষ ২১ হাজার ৪৪৬ জন। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪৫ লক্ষ ৭০ হাজার ১৩১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬৯ হাজার ৯৫৯ জন।
সংক্রমণের বিরুদ্ধে লড়তে ৩ জানুয়ারি থেকে চলছে ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ। ১০ জানুয়ারি শুরু হয়েছে ষাটোর্ধ্ব এবং ফ্রন্টলাইন যোদ্ধাদের প্রিকশন ডোজও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৫২ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। যার মধ্যে গতকালই ৯২ লক্ষ টিকার ডোজ পেয়েছেন দেশবাসী। টিকাকরণের পাশাপাশি জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল যেমন ১৫ লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.