Advertisement
Advertisement

Breaking News

Omicron

দেশে ওমিক্রনে প্রথম মৃত্যু রাজস্থানে, আটদিনে সংক্রমণ বেড়েছে প্রায় সাড়ে ৬ গুণ, জানাল স্বাস্থ্যমন্ত্রক

লাফিয়ে বাড়ছে দেশের পজিটিভি রেটও।

India reported its first COVID-19 death linked to the fast-spreading Omicron variant in Rajasthan | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 5, 2022 6:49 pm
  • Updated:January 5, 2022 7:05 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: ওমিক্রনের (Omicron) দাপটে দেশে প্রথম মৃত্যু। রাজস্থানের এক ব্যক্তির মৃত্যু যে  ওমিক্রনের প্রভাবেই হয়েছে, তা বুধবার মেনে নিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। জানিয়ে দেওয়া হল, গত ৩১ ডিসেম্বর রাজস্থানের ৭৩ বছর বয়সী এক ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রক (Ministry of Health) বলছে, এখনও পর্যন্ত ওমিক্রনে ওই একজনেরই মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ওই ব্যক্তি গত ১৭ বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন। সেকারণেই তাঁর স্বাস্থ্যের অবনতি হয়।

India reported its first COVID-19 death linked to the fast-spreading Omicron variant

Advertisement

রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, করোনার দু’টি টিকাই নেওয়া ছিল ওই ব্যক্তির। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো বেশ কিছু কো-মর্বিডিটিও ছিল তাঁর। গত ১৫ ডিসেম্বর কোভিডে আক্রান্ত হয়েছিলেন ওই ব্যক্তি। তখন হাসপাতালেই ভরতি ছিলেন তিনি। তাঁর শরীরে ভাইরাসের মাত্রা বেশি থাকায় গত ২৫ ডিসেম্বর জিনোম সিকোয়ন্সিং করানো হয়। এর পরই ওমিক্রনের উপস্থিতি ধরা পড়ে ওই ব্যক্তির শরীরে। গত ৩১ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়েছে।

[আরও পড়ুন: PM Modi in Punjab: ‘মুখ্যমন্ত্রীকে বলে দেবেন আমি বেঁচে ফিরেছি’, ভাতিণ্ডা বিমানবন্দরের কর্মীদের বললেন ‘ক্ষুব্ধ’ মোদি]

ওমিক্রনের প্রথম মৃত্যুর পাশাপাশি এদিন আরও কয়েকটি উদ্বেগজনক পরিসংখ্যান প্রকাশ করেছে দেশের স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্র বলছে, গত আট দিনে দেশে পজিটিভিটি রেট (Positivity Rate) ছ’ গুণ বেড়েছে। শুধু মহারাষ্ট্রে পজিটিভিটি রেট চার গুণ বেড়েছে, দিল্লিতে বেড়েছে ন’ গুণ। এই মুহূর্তে দেশের ১৫৬টি জেলায় করোনার পজিটিভিটি রেট ২ শতাংশেরও বেশি। এই মুহূর্তে দেশের ২৮ টি জেলার পজিটিভিটি রেট ১০ শতাংশের উপরে। যা রীতিমতো উদ্বেগের। যে রাজ্যগুলিতে কোভিড (Covid-19) সবচেয়ে দ্রুতহারে বাড়ছে সেগুলি হল, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি, কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, ঝাড়খণ্ড, গুজরাট।

[আরও পড়ুন: নিরাপত্তায় বড়সড় গলদ! পাঞ্জাবের রাস্তায় প্রায় ২০ মিনিট আটকে রইলেন প্রধানমন্ত্রী মোদি]

সবচেয়ে উদ্বেগজনক হল করোনার সংক্রমণের গতি। স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের দেওয়া তথ্য বলছে, গত ৮ দিনে দেশে করোনার (Coronavirus) সংক্রমণ বেড়েছে ৬.৩ গুণ। গত ২৯ জানুয়ারি দেশের পজিটিভিটি রেট ছিল ০.৭৯ শতাংশ। সেখানে ৫ জানুয়ারি তা বেড়ে দাঁড়িয়েছে ৫.০৩ শতাংশ। ক্রমবর্ধমান এই পজিটিভিটি রেটই ইঙ্গিত করছে, আগামী দিনে পরিস্থিতি আরও ভয়ংকর হতে চলেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement