Advertisement
Advertisement

Breaking News

২৪ ঘণ্টায় ফের বাড়ল সংক্রমণ, ফের একদিনে করোনার বলি ৪ হাজারেরও বেশি

এখনও পর্যন্ত ২০ কোটিরও বেশি মানুষ ভ্যাকসিন পেয়েছেন।

India report 2,08,921 new COVID-19 cases in last 24 hours | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Sulaya Singha
  • Posted:May 26, 2021 10:01 am
  • Updated:May 26, 2021 10:11 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন পর সামান্য স্বস্তি দিয়ে গতকালই ২ লক্ষের নিচে নেমেছিল দেশের দৈনিক করোনা সংক্রমণ। কিন্তু বুধবার ফের ঊর্ধ্বমুখী গ্রাফ। ২৪ ঘণ্টায় লাফিয়ে বাড়ল মৃতের সংখ্যাও। ফলে প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই ফের বাড়ল উদ্বেগ।

এদিন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৮ হাজার ৯২১ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। দৈনিক সংক্রমণ এখনও লাগামছাড়া মহারাষ্ট্রে। তারই মধ্যে চলতি বছরই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা। ফলে উদ্বেগ বেড়েই চলেছে। দেশে মোট করোনা আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৭১ লক্ষ ৫৭ হাজার ৭৯৫-এ। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪,১৫৭ জন। গতকাল যে সংখ্যাটা ছিল সাড়ে তিন হাজারের খানিকটা বেশি। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৩ লক্ষ ১১ হাজার ৩৮৮ জন।

Advertisement

[আরও পড়ুন: চলতি বছরই ভারতে ফাইজারের ৫ কোটি ডোজ, ২০২২-এ সিঙ্গল ডোজ টিকা আনছে মডার্না]

তবে মানুষ নতুন করে গৃহবন্দি হওয়ায় ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। দিল্লিতেই যেমন উল্লেখযোগ্যভাবে কমেছে সংক্রমণ। অনেকটাই মিটেছে হাসপাতালে বেড পাওয়ার সমস্যা। বর্তমানে দেশে করোনার চিকিৎসাধীন মোট ২৪ লক্ষ ৯৫ হাজার ৫৯১ জন।

তবে করোনার বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরাই। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ৯৫ হাজার ৯৫৫ জন। এখনও পর্যন্ত দেশে ২ কোটি ৪৩ লক্ষ ৫০ হাজার ৮১৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। টিকা পেয়েছেন ২০ কোটি ৬ লক্ষেরও বেশি মানুষ। দেশজুড়ে করোনার নয়া তাণ্ডব রুখতে টিকাকরণের গতি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। দ্রুত টিকার ঘাটতি মেটানোর চেষ্টাও চলছে পুরোদমে। তবে টিকাকরণের পাশাপাশি রোগী চিহ্নিত করতে চলছে টেস্টিংও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ২২ লক্ষ ১৭ হাজার ৩২০টি নমুনা পরীক্ষা হয়েছে। তবে শুধু বাড়তে থাকা সংক্রমণই নয়, চিন্তা বাড়াচ্ছে করোনার একাধিক স্ট্রেনও।

[আরও পড়ুন: করোনার ছোবলে অনাথ হওয়া ৫৭৭টি শিশুকে সুরক্ষা দেবে কেন্দ্র, আশ্বাস স্মৃতি ইরানির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement