Advertisement
Advertisement
Manipur

মণিপুর ইস্যুতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ INDIA জোটের প্রতিনিধিরা, দেখা করতে চেয়ে আবেদন

মণিপুর ঘুরে আসার পর দ্রৌপদী মুর্মুকে রিপোর্ট দিতে চান অধীররা।

INDIA reperesentatives seek President Draupadi Murmu's appoinment to discuss Manipur Issue |Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 1, 2023 9:11 am
  • Updated:August 1, 2023 9:12 am

নন্দিতা রায়, নয়াদিল্লি: মণিপুর (Manipur) ইস্যুতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হলেন INDIA জোটের প্রতিনিধিরা। জাতিদাঙ্গায় অশান্ত উত্তর-পূর্বের রাজ্যের পরিস্থিতি দেখে ফেরার পর ১৬ দলের প্রতিনিধিরা সমস্ত রিপোর্ট দিতে চান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Draupadi Murmu)। সেই মর্মে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে আবেদন জানিয়েছেন অধীররঞ্জন চৌধুরী, সুস্মিতা দেবরা। যদিও এখনও রাইসিনা হিলসের তরফে প্রতিনিধিদের কোনও সময় দেওয়া হয়নি বলেই খবর। INDIA জোটের তরফে জানানো হয়েছে, রাষ্ট্রপতি সাক্ষাতের সময় দিলেই তাঁরা গিয়ে সবিস্তারে মণিপুর নিয়ে কথা বলবেন।

তিন মাসের বেশি সময় ধরে জাতিদাঙ্গায় তপ্ত উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। ক্ষমতা বিস্তার নিয়ে কুকি আর মেতেই উপজাতিদের মধ্যে সংঘর্ষ এতটাই বিপজ্জনক আকার নিয়েছে, যা দিল্লির মসনদেও কাঁপন ধরিয়েছে। বিশেষত দুই নারীকে বিবস্ত্র করে হাঁটানোর ভাইরাল ভিডিওটি (Viral Video)নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন)। বিরোধীদের দাবি, মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী সংসদে বিবৃতি দিক, আলোচনা হোক। যদিও কেন্দ্র সেভাবে এখনও কোনও পদক্ষেপ করেনি।

Advertisement

[আরও পড়ুন: আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ৫ আগস্ট পথেই TMC, ৮ ঘণ্টার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দলের]

এই পরিস্থিতিতে বিরোধী INDIA জোটের (INDIA Alliance) তরফে প্রথম বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)  প্রস্তাব ছিল, বিরোধীদের এক প্রতিনিধিদল মণিপুরে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখুক। সেই প্রস্তাব মেনে ১৬ দলের মোট ২০ জন প্রতিনিধি গত সপ্তাহান্তে মণিপুর যান। চূড়াচাঁদপুর এলাকার শরণার্থী শিবির ঘুরে দেখে, আশ্রিতদের সঙ্গে কথা বলে সেখানকার রাজ্যপালকে স্মারকলিপি তুলে দেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরীর নেতৃত্বাধীন দলটি।

[আরও পড়ুন: গর্ভবতী ৭ মাসের শিশু! অস্ত্রোপচারে মিলল ২ কেজি ওজনের ভ্রুণ, অবাক চিকিৎসকরাও]

সেখান থেকে ফেরার পর এবার তাঁরা চাইছেন, মণিপুরের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে। সেই জন্য দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করতে চাইছেন অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury), গৌরব গগৈ, সুস্মিতা দেবরা। ঘটনাস্থলের ‘আঁখো দেখা হাল’ তাঁরা বর্ণনা করতে চান দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রধানের কাছে। রাষ্ট্রপতি সময় দিলেই সেখানে যাবেন মণিপুর ফেরত ২০ সদস্যের দলটি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement