সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লড়াইটা শুরু হয়েছিল সেই ২০২০ সালের প্রায় গোড়া থেকে। তারপর বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে এগিয়েছে দেশ। কখনও কর্মহারা হয়েছেন লাখো লাখো মানুষ তো কখনও দেখা দিয়েছে অক্সিজেনের হাহাকার। অবশেষে সেই লড়াইয়ে জয়ের পথে ভারত। কারণ দেশের সার্বিক করোনা পরিস্থিতিতে উল্লেখযোগ্য ভাবে উন্নতি ঘটেছে। দৈনিক সংক্রমণ নেমে দাঁড়িয়েছে ৪ হাজারের নিচে। কমেছে অ্যাকটিভ কেসও। অর্থাৎ কোভিড লড়াইয়ে অনেকটাই সুস্থ দেশবাসী।
মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৯৩ জন। গতকালের তুলনায় যা সাড়ে ৮ শতাংশ কম। সেই সঙ্গে ধীরে ধীরে কমছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪৯ হাজার ৯৪৮। অ্য়াকটিভ কেসের হার কমে দাঁড়িয়েছে ০.১২ শতাংশে। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় প্রায় সব রাজ্যেই শিথিল হচ্ছে বিধিনিষেধ।
COVID19 | India registers 3,993 new cases and 108 deaths in the last 24 hours; Active cases stand at 49,948 pic.twitter.com/XvT64ZGZ31
— ANI (@ANI) March 8, 2022
কড়া বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণে জোর দিয়েই সংক্রমণে লাগাম টানা সম্ভব হয়েছে। তবে এখনও খানিকটা চিন্তায় রাখছে দেশের মৃত্যুহার। গত ২৪ ঘণ্টায় যেমন ভারতে ফের ঊর্ধ্বমুখী মৃতের সংখ্যা। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১০৮ জন। গতকাল যা ছিল ৬৬। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১৫ হাজার ২১০ জন।
তবে এসবের মধ্যেই স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৬ হাজার ১৫০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৮ হাজার ৫৫ জন। সুস্থতার হার ৯৮.৬৮ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৭৯ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ২১ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি চলছে টেস্টিংও। গতকাল যেমন ৮ লক্ষের ৭৩ হাজার ৩৯৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.