প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিনেই প্রায় আটশো ছুঁয়ে ফেলল দেশে করোনা (Corona) আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশ জুড়ে মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭৯৮ জন। পাল্লা দিয়ে বাড়ছে নতুন সাব ভ্যারিয়েন্টের সংখ্যাও। তবে ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে কোভিডে (COVID) মৃত্যুও। একদিনে পাঁচ জনের মৃত্যু হয়েছে দেশে। অ্যাক্টিভ কেসের সংখ্যাও চার হাজার পেরিয়ে গিয়েছে। প্রসঙ্গত, দেশের করোনার চোখরাঙানির মধ্যে উদ্বিগ্ন কেন্দ্রও। প্রত্যেক রাজ্যের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৯৮। অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৪০৯১। তবে চিন্তা বাড়াচ্ছে নতুন সাব-ভ্যারিয়েন্ট JN.1। ইতিমধ্যেই দেশজুড়ে ১৫৭ জনের দেহে মিলেছে এই ভ্যারিয়েন্ট। তার মধ্যে কেরলেই নয়া সাব ভ্যারিয়েন্টের সংখ্যা ৭৮, দেশের মধ্যে সর্বোচ্চ। বৃহস্পতিবারও সেরাজ্যে দুজনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পওয়ার জানান, প্রত্যেক রাজ্যের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। বিশেষ করে সতর্ক থাকতে হবে প্রবীণ নাগরিকদের। তবে এখনই উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছে কেন্দ্র। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়, এখনও পর্যন্ত এই সাব ভ্যারিয়েন্টে সেরকম ভয়ের কোনও কারণ নেই।
যদিও প্রতিদিন দেশে লাফিয়ে বাড়ছে করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবারই মণিপুরে প্রথম এই ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। তবে এখনও বাংলায় থাবা বসাতে পারেনি কোভিডের নয়া ভ্যারিয়েন্ট। প্রত্যেক রাজ্যে কোভিড পরীক্ষার সংখ্যা বাড়াতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.