Advertisement
Advertisement

Breaking News

Covid cases

COVID-19: দেশে একদিনে করোনা আক্রান্ত ১৩ হাজারেরও বেশি, চিন্তায় রাখছে মুম্বইয়ের গ্রাফ

বেড়েছে দেশের দৈনিক পজিটিভিটি রেট।

India records 13,272 new Covid cases and 36 deaths in last 24 hours | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:August 20, 2022 9:47 am
  • Updated:August 20, 2022 9:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাময়িক স্বস্তিতে ইতি টেনে ফের বেড়েছে করোনা সংক্রমণ। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। তবে কোভিডবিধি নিয়ে সাধারণ মানুষের ঢিলেমিতেই এখনও চোখ রাঙাচ্ছে এই মারণ ভাইরাস। গত ২৪ ঘণ্টায় অ্যাকটিভ কেসের পরিমাণ সামান্য কমলেও বেড়েছে দৈনিক পজিটিভিটি রেট। চিন্তায় রাখছে মহারাষ্ট্রের কোভিড গ্রাফও।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৩,২৭২ জন। গতকাল যে সংখ্যাটা ছাপিয়েছিল ১৫ হাজারের গণ্ডি। সংক্রমণের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় খানিকটা কমেছে অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী বর্তমানে ১ লক্ষ ১ হাজার ১৬৬ জন। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার কমে হয়েছে ০.২৩ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৩৬ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ২৮৯।

Advertisement

[আরও পড়ুন: মথুরার মন্দিরে মঙ্গল আরতিতে উপচে পড়া ভিড়, শ্বাসকষ্টে প্রাণ হারালেন ২ ভক্ত]

দেশের বেশিরভাগ রাজ্যে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও চিন্তায় রাখছে মুম্বইয়ের করোনা গ্রাফ। একদিনে বাণিজ্যনগরীতে আক্রান্ত ১,০১১ জন। প্রাণ হারিয়েছেন ২ জন। বাড়ছে হাসপাতালে ভরতির সংখ্যাও। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বয়স্ক কোভিড আক্রান্তদের মধ্যে নতুন করে বাড়ছে ফুসফুসে সংক্রমণের সমস্যা। এদিকে গত এক মাসে দিল্লিতে বাড়ছে জ্বরে আক্রান্তের সংখ্যা।

তবে এসবের মাঝে মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরাই। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৩৬ লক্ষ ৯৯ হাজার ৪৩৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৫৮ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২০৯ কোটির বেশি। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন ১৩ লক্ষর বেশি। জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার অভিযানও। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৩ লক্ষ ১৫ হাজার ২৩১ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

[আরও পড়ুন: এএফসি কাপে মোহনবাগানকে খেলার অনুমতি দেওয়া হোক, ফিফার দ্বারস্থ কেন্দ্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement