Advertisement
Advertisement
Papua New Guinea Landslide

‘দুঃখজনক ঘটনা’, ভূমিধসে বিধ্বস্ত পাপুয়া নিউ গিনিকে সাহায্যের আশ্বাস মোদির

পাপুয়া নিউ গিনিতে ভয়ংকর ভূমিধসে জীবন্ত সমাধি হয়েছে প্রায় ২০০০ জনের।

India ready to offer all possible support, PM Narendra Modi on landslide tragedy in Papua New Guinea
Published by: Amit Kumar Das
  • Posted:May 28, 2024 1:41 pm
  • Updated:May 28, 2024 2:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাপুয়া নিউ গিনিতে ভয়ংকর ভূমিধসে জীবন্ত সমাধি হয়েছে প্রায় ২০০০ জনের। ভয়াবহ এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করে মঙ্গলবার সাহয্যের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে সহানুভূতি প্রকাশ করে বার্তা দিলেন, মর্মান্তিক দুর্ঘটনায় আক্রান্ত দেশটিকে সবরকম সাহায্যের জন্য প্রস্তুত ভারত সরকার।

মঙ্গলবার এক্স হ্যান্ডেলে এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) লেখেন, ‘পাপুয়া নিউ গিনিতে ভূমিধসে অসংখ্য প্রাণহানী ও ক্ষয়ক্ষতির খবর শুনে আমি মর্মাহত। এই দুর্ঘটনায় যাঁদের মৃত্যু হয়েছে সেই পরিবারগুলির প্রতি আমার সমবেদনা পাশাপাশি যারা আহত হয়েছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। এই দুর্ঘটনায় পাপুয়া নিউ গিনিকে সব রকম সাহায্য ও সহযোগিতায় ভারত সরকার সম্পূর্ণরূপে প্রস্তুত।’

Advertisement

গত শুক্রবার পাপুয়া নিউ গিনির (Papua New Guinea) উত্তরাংশে বিরাট ভূমিধস (landslide) নামে কাওকালাম গ্রামের উপর। যার জেরে রাতের অন্ধকারে মাটির নিচে চাপা পড়ে আস্ত একটি গ্রাম। সেখানকার সমস্ত বাড়ি ভেঙে গিয়েছে। পাথরের নীচে চাপা পড়েন ২ হাজারেরও বেশি গ্রামবাসী। পাপুয়া নিউ গিনির বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে রাষ্ট্রসংঘকে চিঠি লিখে এই দুর্ঘটনার খবর জানায়। ধসের জেরে বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা। ফলে ব্যহত হয় উদ্ধারকাজ। রাষ্ট্রসংঘের কাছে সাহায্যের আবেদন জানায় দেশটি।

[আরও পড়ুন: অভিযুক্তকে আড়াল করতে মাঝরাতে ফোন অজিত পওয়ারের! পোর্শেকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য]

রাষ্ট্রসংঘের তরফে আগেই জানানো হয়েছিল, এই ঘটনায় অন্তত ৬৭০ জনের মৃত্যু হয়েছে। তবে সেখানকার সরকারের তরফে দাবি করা হয়েছে, ঘটনার জেরে অন্তর ২০০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হয়। ভয়ংকর এই দুর্ঘটনার খবর পেয়ে গোটা বিশ্বের তাবড় নেতারা সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেন। শোকপ্রকাশ করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরও। তিনি জানান, ‘এই কঠিন সময় ভারত তার বন্ধু রাষ্ট্র পাপুয়া নিউ গিনির পাশে রয়েছে। যাঁদের মৃত্যু হয়েছে, সেই পরিবারগুলির প্রতি সমবেদনা জানাই।’ বিদেশমন্ত্রীর পর এবার আক্রান্ত দেশটিকে সাহায্যের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement