Advertisement
Advertisement
COVID-19

দেশে করোনায় প্রকৃত মৃত সরকারি হিসেবের ৮ গুণ! রিপোর্ট উড়িয়ে WHO-কে বিঁধল ভারত

স্বাস্থ্যমন্ত্রকের তরফে এক বিবৃতিতে প্রশ্ন তোলা হয়েছে WHO-র গণনাপদ্ধতি নিয়েই।

India objects to WHO's methodology after a report claims 4 million Covid deaths in country। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:April 17, 2022 1:20 pm
  • Updated:April 17, 2022 1:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও পর্যন্ত দেশে করোনায় (Coronavirus) আক্রান্ত হয়ে কতজনের মৃত্যু হয়েছে? সরকারি হিসেব যা বলছে তা নাকি আসল সংখ্যা নয়। আসল সংখ্যা অন্তত ৪০ লক্ষ! ‘দ্য নিউ ইয়র্ক টাইমসে’ প্রকাশিত এক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। এই প্রতিবেদনের দাবির প্রতিবাদ করেছে স্বাস্থ্যমন্ত্রক। ভারতের মতে, এর পিছনে রয়েছে WHO-র গণনাপদ্ধতির গলদ।

শনিবারই প্রকাশিত হয়েছিল প্রতিবেদনটি। সেখানে দাবি করা হয়, ‘হু’-এর হিসেব অনুযায়ী ভারতে কোভিডে আক্রান্ত হয়ে অন্তত ৪০ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। যা সরকারি হিসেবের আট গুণ! সেই সঙ্গে অভিযোগ তোলা হয়েছে, ভারত যেহেতু শুরু থেকেই এই হিসেবে বিরোধিতা করেছে, তাই এই সংখ্যা প্রকাশ করতে মাসের পর মাস দেরি হয়ে গিয়েছে। ভারতের জন্যই সারা বিশ্বে কোভিডে (COVID-19) মৃত্যুর যথাযথ পরিসংখ্যান প্রকাশের প্রক্রিয়া বিলম্বিত হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: লকডাউনে খোয়া যায় চাকরি, আর্থিক অনটনে স্ত্রী ও ছেলেকে খুন করল চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট]

এই দাবি কার্যত উড়িয়ে দিয়েছে ভারত। স্বাস্থ্যমন্ত্রক পরিষ্কার জানাচ্ছে, এই ইস্যু নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে নিয়মিত ও বিস্তারিত ভাবে তথ্য বিনিময় করেছে কেন্দ্র। এবং প্রথম থেকেই ‘হু’-এর গণনাপদ্ধতিতে আপত্তি জানিয়েছে তারা। স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, ”ভারতের প্রধান আপত্তির জায়গাটা ফলাফল নিয়ে ছিল না। ছিল সকলের জন্য একই গণনাপদ্ধতি নিয়ে। প্রশ্ন ছিল কী করে একই মডেল ভারতের মতো ভৌগলিক আকার ও জনসংখ্যার দেশের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ার পাশাপাশি অল্প জনসংখ্যার দেশের ক্ষেত্রেও প্রয়োগ করা যাবে!” কেবল ভারত নয়, চিন, বাংলাদেশ, সিরিয়াও এই পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়েছে বলে ভারতের তরফে জানানো হয়েছে।

এদিকে ভারতের করোনা পরিসংখ্যান অনেকটাই নিয়ন্ত্রণে চলে এলেও গত কয়েকদিনের হিসেব চিন্তা বাড়াচ্ছে। গত কয়েকদিনে রাজধানীতে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। শনিবারই দিল্লিতে সংক্রমণ বেড়েছে প্রায় ২৬ শতাংশ। যার প্রভাব পড়ছে গোটা দেশের পরিসংখ্যানেও।

[আরও পড়ুন: দুই ছেলেই ‘মস্ত অফিসার’, অথচ ১০ বছর ঘরবন্দি মা, খাবার মিলত সপ্তাহে ১ দিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement