Advertisement
Advertisement

Breaking News

Allahabad HC

‘সংখ্যাগুরুর ইচ্ছেতেই চলবে হিন্দুস্তান’, বিতর্কিত মন্তব্য করা বিচারপতিকে ‘উৎখাতে’র ভাবনা বিরোধীদের

এলাহাবাদ হাই কোর্টের বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছেন ইন্ডিয়া জোটের সাংসদরা।

INDIA MPs planning impeachment against Allahabad HC judge
Published by: Anwesha Adhikary
  • Posted:December 11, 2024 10:27 pm
  • Updated:December 11, 2024 10:27 pm  

সোমনাথ রায়, নয়াদিল্লি: সংখ্যাগুরু হিন্দুদের ইচ্ছেমতোই দেশ চলবে বলে বিস্ফোরক দাবি করেছিলেন এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি। এবার তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছেন বিরোধী দলের সাংসদরা। অন্যদিকে, ক্যাথলিকদের তরফেও সাংসদদের অনুরোধ জানানো হয়েছে ওই বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। উল্লেখ্য, বিশ্ব হিন্দু পরিষদের একটি সভায় গিয়ে এই বিতর্কিত মন্তব্য করেছিলেন বিচারপতি।

বিশ্ব হিন্দু পরিষদের সভায় প্রধান অতিথি হিসাবে যোগ দেন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব। জনতার উদ্দেশে তিনি সাফ জানান, “দেশে আইন কার্যকর হয় সংখ্যাগুরুদের কথা মাথায় রেখে। একটি পরিবার বা সমাজের আঙ্গিকে ভাবুন, যা সংখ্যাগুরুকে সুবিধা দেয এবং খুশি করে, সেটাই দেশের আইন হিসাবে গ্রহণযোগ্য। দ্বিধাহীনভাবে বলছি, এটা হিন্দুস্থান। সংখ্যাগুরুদের ইচ্ছেমতোই দেশ চলবে।”

Advertisement

হাই কোর্টের বিচারপতির মুখে এমন ভাষণ শুনে নিন্দার ঝড় ওঠে দেশজুড়ে। তার পরেই জানা গিয়েছে, শেখর কুমার যাদবের বিরুদ্ধে পদক্ষেপ করতে চলেছেন ইন্ডিয়া জোটের সাংসদরা। রাজ্যসভার সাংসদরা ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছেন এলাহাবাদ হাই কোর্টের বিচারপতির বিরুদ্ধে। তাঁদের নেতৃত্বে রয়েছেন নির্দল সাংসদ তথা বিখ্যাত আইনজীবী কপিল সিবাল। ইতিমধ্যেই ৩৬ জন বিরোধী সাংসদ ইমপিচমেন্টের পক্ষে মত দিয়েছেন বলে সূত্রের খবর। সেই তালিকায় রয়েছেন তৃণমূলের সাকেত গোখলে এবং সাগরিকা ঘোষ। সম্ভবত বৃহস্পতিবার রাজ্যসভায় বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব পেশ করা হতে পারে।

নিয়ম অনুযায়ী, কোনও বিচারক বা বিচারপতির বিরুদ্ধে প্রস্তাব পেশ করতে গেলে সই করতে হবে রাজ্যসভার অন্তত ৫০ সাংসদকে। আপাতত ৩৬ জন সই করবেন বলে শোনা গিয়েছে। উল্লেখ্য, রাজ্যসভায় ইন্ডিয়া জোটের মোট ৮৫ জন সাংসদ রয়েছেন। বিতর্কিত বিচারপতির ইমপিচমেন্ট প্রস্তাবে সকলে সায় দেন কিনা, নজর থাকবে সেদিকে। অন্যদিকে, এলাহাবাদ হাই কোর্টের বিচারপতির বিতর্কিত মন্তব্যের বিষয়টিতে নজর রাখছে সুপ্রিম কোর্টও। এই ঘটনার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement