Advertisement
Advertisement

Breaking News

ভারত বড় বন্ধুকে হারাল, কাস্ত্রোর প্রয়াণে শোকবার্তা প্রধানমন্ত্রীর

কিউবার প্রশাসন ও জনগণের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি৷

India mourns the loss of a great friend, PM Expresses his Grief after passing away of Castro
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 26, 2016 1:28 pm
  • Updated:November 26, 2016 1:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপ্লবের মৃত্যু নেই৷ কিন্তু একটা যুগে ইতি পড়ে৷ কিউবার প্রাক্তন প্রেসিডেন্ট কাস্ত্রোর প্রয়াণকে এভাবেই দেখছে গোটা বিশ্ব৷ আরও একধাপ এগিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, এদিন ভারত তার বড় বন্ধুকে হারাল৷

৯০ বছর বয়সে জীবনের যাত্রাপথে সমাপ্তি পড়ে কাস্ত্রোর৷ গোটা বিশ্ব তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ৷ পুঁজিবাদের বিরুদ্ধে যে সংগ্রামের আগুন তিনি জ্বালিয়েছিলেন, সমসময় থেকে সে আদর্শের গতিপথ ভাবীকালের ইতিহাসের দিকে৷ তিনি নিজেও বলতেন, তাঁর কাজের যত নিন্দাই হোক না কেন, একমাত্র ইতিহাসই তাঁকে সঠিকভাবে বিচার করবে৷ চিনে নেবে৷ এদিন তাঁকে বিশ শতকের আইকনিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, ভারত তার বড় বন্ধুকে হারাল৷ কিউবার প্রশাসন ও জনগণের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি৷

Advertisement

বিপ্লবী নেতার মৃত্যুতে শোকজ্ঞাপন করেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য সীতারাম ইয়েচুরি৷ জানালেন, তিন থেকে চারবার কাস্ত্রোর সঙ্গে দেখা হওয়ার সৌভাগ্য হয়েছে তাঁর৷ দ্বিতীয়বার দেখা হওয়ার সময় তিনি ভয়ে ভয়েই ছিলেন৷ কেননা নানারকম প্রশ্নে আগন্তুককে যাচাই করে নিতেন কাস্ত্রো৷ কিংবদন্তির জীবন চিরকালীন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও জানালেন তিনি৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement