সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অটল বিহারী বাজপেয়ীর মৃত্যু। ভারতীয় রাজনীতিতে নক্ষত্রপতন। দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রিয়পাত্র ছিলেন বিরোধীদেরও। তাই প্রত্যাশিতভাবেই তাঁর চলে যাওয়া মেনে নিতে পারছে না রাজনৈতিক মহল। শাসক থেকে বিরোধী শোকস্তব্ধ সব মহলই।
প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই টুইটে শোকপ্রকাশ করেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন,অটলজি না থাকলেও তাঁর প্রেরণা, তাঁর দেখানো রাজনৈতিক পথ প্রত্যেক ভারতীয় তথা বিজেপির প্রত্যেক কর্মীর মনে থাকবে। ঈশ্বর ওনার আত্মাকে শান্তি দিক।
अटल जी आज हमारे बीच में नहीं रहे, लेकिन उनकी प्रेरणा, उनका मार्गदर्शन, हर भारतीय को, हर भाजपा कार्यकर्ता को हमेशा मिलता रहेगा। ईश्वर उनकी आत्मा को शांति प्रदान करे और उनके हर स्नेही को ये दुःख सहन करने की शक्ति दे। ओम शांति !
— Narendra Modi (@narendramodi) August 16, 2018
India grieves the demise of our beloved Atal Ji.
His passing away marks the end of an era. He lived for the nation and served it assiduously for decades. My thoughts are with his family, BJP Karyakartas and millions of admirers in this hour of sadness. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) August 16, 2018
Atal Ji’s passing away is a personal and irreplaceable loss for me. I have countless fond memories with him. He was an inspiration to Karyakartas like me. I will particularly remember his sharp intellect and outstanding wit.
— Narendra Modi (@narendramodi) August 16, 2018
শোকপ্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। রাহুল বলেন, ভারত তাঁর এক মহান সন্তানকে হারালো। অটলবিহারী বাজপেয়ীকে লক্ষ লক্ষ মানুষ ভালবাসেন, শ্রদ্ধা করেন। আমরা ওনাকে মিস করব।
Today India lost a great son. Former PM, Atal Bihari Vajpayee ji, was loved and respected by millions. My condolences to his family & all his admirers. We will miss him. #AtalBihariVajpayee
— Rahul Gandhi (@RahulGandhi) August 16, 2018
টুইট করে শোকপ্রকাশ করেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূলনেত্রী টুইটে বলেন, অটলবিহারী বাজপেয়ীজির মৃত্যুর খবরে আমি হতচকিত। তাঁর মৃত্যু গোটা দেশের জন্য বিরাট ক্ষতি। বাজপেয়ীজির সঙ্গে কাটানো অনেক স্মৃতি আমি সারাজীবন মনে রাখব। ওনার পরিবারের প্রতি আমি আমার সমবেদনা রইল।
Very very saddened that the great statesman and former PM Shri Atal Bihari Vajpayee ji is no more with us. His passing away is a very big loss to our nation. I will always cherish the many fond memories. Condolences to his family and his many admirers
— Mamata Banerjee (@MamataOfficial) August 16, 2018
বাজপেয়ীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। তিনি বলেন, ওনার দূরদর্শিতা, নেতৃত্ব, এবং অসাধারণ বক্তব্য রাখার ক্ষমতা ওনাকে আলাদা ব্যক্তিত্ব প্রদান করে।
Full text of #PresidentKovind’s address to the nation on the eve of the 72nd Independence Day 🇮🇳
Hindi: https://t.co/pFpX7t3PgV
English: https://t.co/Jwkbhg5uVS pic.twitter.com/oLhFbCz42r— President of India (@rashtrapatibhvn) August 14, 2018
শোকপ্রকাশ করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও।
Deeply saddened at the passing away of Shri Atal Bihari Vajpayee. A reasoned critique in opposition and a seeker of consensus as PM, Atal Ji was a democrat to the core. In his passing away, India has lost a great son and an era has come to an end. My deepest condolences.
— Pranab Mukherjee (@CitiznMukherjee) August 16, 2018
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.