সংবাদ প্রতিদিনি ডিজিটাল ডেস্ক: তাওয়াংয়ে (Tawang Clash) ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে চিন। পরবর্তী হামলার আশঙ্কায় সীমান্ত এলাকায় সতর্কতা জারি করেছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)।তিন বাহিনীর প্রধানের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এহেন পরিস্থিতিতে নাম না করে চিনের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। স্পষ্ট জানিয়ে দিলেন, শত চেষ্টা করলেও কেউ ভারতকে ধ্বংস করতে পারবে না। হয়তো সামান্য ক্ষতি হবে, কিন্তু অক্ষয় হয়ে বেঁচে থাকবে ভারত।
৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে জড়ায় চিনের সেনা। গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী স্মৃতি উসকে দেওয়া সেই ঘটনায় তোলপাড় হয় জাতীয় রাজনীতি। সরকারের কাছে গোটা ঘটনায় জবাব চায় বিরোধীরা। যদিও ভারতীয় সেনার শৌর্যের প্রসঙ্গ টেনে কেন্দ্র জানিয়ে দেয়, সামান্য আহত হয়েছেন জওয়ানরা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হুঙ্কার দেন, মোদি সরকারের আমলে ভারতের এক ইঞ্চি জমিও কেউ দখল করতে পারবে না।
একই সুর শোনা যায় প্রধানমন্ত্রীর গলায়। ঋষি অরবিন্দর জন্মবার্ষিকী উপলক্ষ্য একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোদি। সেখানেই তিনি বলেন, “ভারত আসলে অমরত্বের বীজের মতো। কঠিন পরিস্থিতিতে সেই বীজকে হয়তো চাপা দিয়ে দেওয়া যায়, সমস্যায় পড়ে হয়তো আধমরা হয়ে যাবে। কিন্তু ভারতের মৃত্যু হতে পারে না। স্বাধীনতা সংগ্রামের সময়ও আমরা দেখেছি ভারতীয় সংস্কৃতি অমর ছিল। আজাদি কা অমৃত কালেও ভারত স্বমহিমায় বেঁচে থাকবে।” তাওয়াং প্রসঙ্গ উল্লেখ না করলেও চিনের উদ্দেশেই মোদি এই বার্তা দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
তাওয়াং সংঘর্ষ নিয়ে অবশ্য চিনের (China) তরফে কিছুই বলা হয়নি। উলটে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, ভারতের সঙ্গে সীমান্ত নিয়ে কোনও সমস্যা নেই। শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায়। সীমান্ত সমস্যা মিটিয়ে ফেলতে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে আলোচনা চলছে। তবে চিনের বিরোধিতা করে সরব হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পেন্টাগনের তরফে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলির বিরুদ্ধে অতি সক্রিয় হয়ে উঠছে চিন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.