সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কতদিন ভারতে থাকবেন শেখ হাসিনা? বাংলাদেশের সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রীকে কি রাজনৈতিক আশ্রয় দিচ্ছে ভারত? বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এমন প্রশ্নের মুখে পড়লেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতিতে আটকে পড়া ভারতীয়দের অবস্থা নিয়েও প্রশ্ন করা হয় তাঁকে। তবে মুখপাত্র সাফ জানিয়েছেন, বাংলাদেশের আমজনতার স্বার্থ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক কয়েক দশক পুরনো। সেই আবেগ ও ঐতিহ্যকে মান্যতা দিয়ে হাসিনাকে আপাতত আশ্রয় দিয়েছে নয়াদিল্লি। তবে হাসিনাকে কি দীর্ঘমেয়াদি আশ্রয় দেওয়া হবে? সেই প্রশ্নে অবশ্য স্পষ্টভাবে কোনও জবাব দেননি বিদেশমন্ত্রকের মুখপাত্র। বরং জানিয়েছেন, আগামী দিনে হাসিনা কী করবেন সেই নিয়ে মন্ত্রকের কাছে কোনও তথ্য নেই। তাই হাসিনাকে কতদিনের জন্য আশ্রয় দেওয়া হবে, সেই প্রশ্নের স্পষ্ট উত্তরও নেই।
অগ্নিগর্ভ বাংলাদেশে আটকে পড়েছেন ভারতীয়রাও। সাংবাদিক সম্মেলনে সেই প্রশ্নের উত্তরে রণধীর জানান, আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে চিন্তিত ভারত। গোটা পরিস্থিতির দিকেও নজর রাখা হচ্ছে। তবে পড়শি দেশে কারা সরকার গড়ছে, কেমন হবে তাদের নীতি, সেদিকে নজর রাখছে সাউথ ব্লক। রাজনৈতিক মহলের মতে, সেদিকে নজর রেখেই এদিন তাৎপর্যপূর্ণ বিবৃতি দিল নয়াদিল্লি। রণধীর জয়সওয়াল বলছে, আজ সন্ধেয় বাংলাদেশে অন্তর্বর্তী সরকার শপথ নেবে। সেদিকে নজর রাখছে ভারত। এ প্রসঙ্গে একটা কথা স্পষ্টভাবে জানানো দরকার, ভারত সরকার ও এদেশের মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষ। তাদের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.