Advertisement
Advertisement

Breaking News

UAE

ডলারের উপর নির্ভরতা কমাতে UAE থেকে ভারতীয় মুদ্রায় তেল কিনল দিল্লি

ঐতিহাসিক পদক্ষেপ মোদি সরকারের।

India makes first crude oil payment to UAE in local currency। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:August 16, 2023 9:35 am
  • Updated:August 16, 2023 9:35 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের উপর নির্ভরতা কমানোর পথে আরও একটি বড় পদক্ষেপ ভারতের। এবার সংযুক্ত আরব আমিরশাহী (UAE) থেকে অপরিশোধিত তেল কিনে দাম মেটানো হল ভারতীয় টাকায়। সোমবার কেন্দ্রের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ইউএই থেকে ১০ লক্ষ ব‌্যারেল অপরিশোধিত তেল কেনার জন‌্য ভারতীয় মুদ্রায় দাম দেওয়া হয়েছে। কেন্দ্রের দাবি, স্থানীয় মুদ্রায় দ্বিপাক্ষিক বাণিজ্য নিষ্পত্তি ভারতীয় মুদ্রাকে আরও গ্রহণযোগ্য করে তুলবে। সংযুক্ত আরব আমিরশাহীর ভারতীয় দূতাবাসের একটি বিবৃতি অনুসারে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানিকে (এডিএনওসি) টাকায় অর্থ প্রদান করেছে।

শুধু অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রেই নয়, দ্বিপাক্ষিক বাণিজ্যের আরও অন‌্য পরিসরেও ডলারের বদলে টাকায় লেনদেন হচ্ছে। সংযুক্ত আরব আমিরশাহীর ওক সোনা রফতানিকারক সংস্থা ভারতের এক ক্রেতাকে ২৫ কেজি সোনা বিক্রি করেছে। সেক্ষেত্রে ভারতীয় সংস্থাটি টাকায় তার দাম মিটিয়েছে। এই লেনদেনটি ১০ লক্ষ ৫৪ হাজার ডলার বা ১২ কোটি ৮৪ লক্ষ টাকার। ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় বাণিজ‌্য নিষ্পত্তি করতে গত জুলাই মাসে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

Advertisement

[আরও পড়ুন: প্রেমে ‘কাঁটা’ প্রেমিকের ১১ বছরের ছেলে, খুন করে বক্স খাটে লুকিয়ে রাখল তরুণী!]

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সংযুক্ত আরব আমিরশাহী সফরের সময়, উভয় দেশ সহজ আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের সুবিধার জন‌্য একটি রিয়েল টাইম পেমেন্ট লিঙ্ক স্থাপন করতে সম্মত হয়েছিল। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২২-২৩ আর্থিক বছরে ছিল ৮৪৫০ কোটি ডলার। ভারত অন্যান্য দেশের সঙ্গেও ওই ধরনের স্থানীয় মুদ্রায় ব‌্যাবসায়িক নিষ্পত্তির ব্যবস্থা করতে আগ্রহী, কারণ এতে বিশ্ব বাণিজ্যের ধীরগতির মধ্যেও রপ্তানি বাড়ানো সম্ভব হবে।

সাম্প্রতিক বছরগুলিতে ভারতের বৈদেশিক বাণিজ্যে ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। কয়েক মাস আগে ইউরোপে পরিশোধিত জ্বালানি তেলের রফতানিতে ভারত বিশ্বে শীর্ষস্থান অধিকার করে। বিশ্বে এখন ভারতে তৈরি জিনিস রফতানি করা হচ্ছে। তবে এবার ভারতের রফতানির ভবিষ্যত নিয়ে আরও বেশি প্রত‌্যাশা করছে কেন্দ্র। সরকারের দাবি, বৈদেশিক বাণিজ্যে টাকার ব্যবহার ভারতের অর্থনীতিতে লাভজনক হবে।

[আরও পড়ুন: চলতি বছরেই অসম থেকে প্রত্যাহার হবে AFSPA! ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের]

সংযুক্ত আরব আমিরশাহী ও ভারতের মধ্যে অপরিশোধিত তেলের ব্যবসায় টাকার ব্যবহার উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও উৎসাহিত করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী কয়ক বছরের মধ্যে ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে ৫০০০ কোটি ডলার বা ৪ লক্ষ কোটি টাকার বেশি রফতানি হতে চলেছে। বস্তুত ২০২৬-২৭ আর্থিক বছরের মধ্যে রফতানিতে বৃদ্ধি পেয়ে এই জায়গায় পৌঁছবে বলে মনে করা হচ্ছে। অন‌্যদিকে, সংযুক্ত আরব আমিরশাহীও এই বাণিজ্যে লাভবান হবে।

২০২২-২৩ অর্থবর্ষে ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে ৩.১৩ কোটি মার্কিন ডলারের পণ‌্য রফতানি হয়েছে। তবে ওই সময় আমদানিতে ১৮.৮ শতাংশ হারে বৃদ্ধি হয়। সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভারতে ২০২২-২৩ অর্থবছরে ৫০০ কোটি মার্কিন ডলারের পণ‌্য আমদানি করা হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement