সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার প্রস্তুতি শুরু করল নয়াদিল্লি৷ শুক্রবার দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে৷ এবং এদিনই ভারতে নিযুক্ত পাক হাই কমিশনার সোহেল মেহমুদকে তলব করে কড়া হুঁশিয়ারি দিয়েছে বিদেশ মন্ত্রক৷ জঙ্গি কার্যকলাপে যেভাবে দিনের পর দিন মদত দিয়ে যাচ্ছে পাকিস্তান, তীক্ষ ভাষায় ইসলামাবাদের সেই ভূমিকার নিন্দা করা হয়েছে৷ পাশাপাশি বলা হয়েছে, জইশ জঙ্গিদের নির্মূল করতে, শীঘ্রই কড়া পদক্ষেপ নিক পাকিস্তান৷ না হলে চরম সিদ্ধান্ত নেবে ভারত৷
[জইশ জঙ্গিদের সমর্থনে ভারত-বিরোধী পোস্ট, অভিযোগ দায়ের লালবাজারে ]
বিদেশমন্ত্রক তলব পেয়ে শুক্রবার সাউথ ব্লকে গিয়েছিলেন পাক হাই কমিশনার সোহেল মেহমুদ৷ তার সামনে পাকিস্তানের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন ভারতের বিদেশ সচিব বিজয় গোখলে৷ সূত্রের খবর, পাক রাষ্ট্রদূতকে তিনি বলেন, ‘‘সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করুক পাকিস্তান৷ নাহলে ফল হবে মারাত্মক৷’’ দীর্ঘদিন ধরেই পাকিস্তানের মাটিতেই লালিত পালিত হচ্ছে জইশের প্রধান মাসুদ আজহার৷ কয়েকদিন আগেও সে দেশের মাটিতে ভারত বিরোধী মিছিলে সামিল হয়েছিল সে৷ দিয়েছিল উসকানিমূলক বক্তব্য৷ সূত্রের খবর, এদিন পাক হাই কমিশনারের কাছে সেই সমস্ত তথ্য তুলে ধরা হয়৷ এবং হুঁশিয়ারির সুরে বলা হয়, এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক ইসলামাবাদ৷
[কাঁধে শহিদের কফিন, জওয়ানদের শ্রদ্ধাজ্ঞাপন রাজনাথ সিংয়ের]
পুলওয়ামার জঙ্গি হানা ঘটনার পর্যালোচনা করতে শুক্রবার সকালেই বৈঠকে বসেছিল মন্ত্রিসভার সুরক্ষা বিষয়ক কমিটি৷ এবং ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, জঙ্গি মদতদাতা পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া হবে৷ এরপরই পাকিস্তানের কাছ থেকে ‘মোস্ট ফেভারড নেশন’-এর তকমা কেড়ে নেয় নয়াদিল্লি৷ পাশাপাশি, আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে পঙ্গু করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ এবং বৈঠকেই ঠিক হয়, বিশ্বের শক্তিধর সমস্ত দেশের সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করবে বিদেশ মন্ত্রক৷ সূত্রের খবর, সেই কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে বিদেশ মন্ত্রক৷ ব্রিটেন, রাশিয়া, জার্মানি, আমেরিকা-সহ অন্য দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে নয়াদিল্লি৷
Sources: Indian High Commissioner to Pakistan Ajay Bisaria will leave tonight for Delhi for the consultations tomorrow. #PulwamaAttack https://t.co/M4THwLSyKX
— ANI (@ANI) February 15, 2019
India lodged a strong protest against Pakistan as its High Commissioner to India, Sohail Mahmood, was summoned by Foreign Secretary Vijay Gokhale in connection with the Pulwama terror attack
Read @ANI Story | https://t.co/5OHbkezyQu pic.twitter.com/JXT7Qkrktz
— ANI Digital (@ani_digital) February 15, 2019
#WATCH Delhi: Pakistan High Commissioner to India Sohail Mahmood(on the left) leaves from MEA. He had been summoned by Foreign Secretary Vijay Gokhale. #PulwamaAttack pic.twitter.com/0on0k0bPNX
— ANI (@ANI) February 15, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.