Advertisement
Advertisement

সর্বাধুনিক ম্যাগনেটিক হার্ট সার্জারি এখন সম্ভব ভারতেই

এই অপারেশনের জন্য আমাদের দেশের রোগীদের আর বিদেশে যেতে হবে না৷

India just got its first most advanced magnetic heart surgery
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 4, 2016 5:19 pm
  • Updated:June 4, 2016 5:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পূর্ণ নয়া পদ্ধতিতে হৃদযন্ত্র প্রতিস্থাপন করে চমকে দিলেন দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকরা৷ ট্রায়াল রান শেষ করে এই প্রথমবার এক রোগীর বিকল হৃৎপিণ্ডকে জটিল চৌম্বকীয় পদ্ধতিতে ফের সচল করে নজির গড়লেন চিকিৎসক ডাক্তার কেওয়াল কৃষন৷ তিনি ওই হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট কার্ডিয়াক সার্জন ও হার্ট ট্রান্সপ্লান্ট অ্যান্ড ভেন্ট্রিকুলার অ্যাসিসট্যান্ট ডিভাইস প্রোগ্রামের প্রধান৷

হার্টমেট-৩ এখন বিশ্বের মধ্যে সবচেয়ে আধুনিক হৃদযন্ত্র প্রতিস্থাপন পদ্ধতির মধ্যে অন্যতম৷ অ্যাডভান্সড স্টেজে হার্ট ফেলিওর রোগীদের পক্ষে নয়া পদ্ধতি অত্যন্ত ফলপ্রসূ৷ ‘কজেস অফ ডেথ ইন ইন্ডিয়া ২০১০-১৩’ নামে এক বইয়ে বলা হয়েছে, প্রতিবছর ভারতে যতজনের মৃত্যু হয় তাঁদের মধ্যে ২৩ শতাংশ মানুষ ‘কার্ডিও-ভাসকুলার ডিজিজ’-এ প্রাণ হারান৷

Advertisement

চলতি বছরের মে মাসে ৬৯ বছরের এক ব্যক্তির ‘হার্টমেট-৩ ইমপ্লান্ট’ করা হয়৷ ডাক্তার কৃষন বলছেন, “এই অপারেশনে আদতে হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয় না, বরং সেখানে পাম্প করে আরও বেশি রক্ত পৌঁছে দিতে সাহায্য করা হয়৷ যার ফলে দুর্বল হৃৎপিণ্ডেও ঠিকমতো রক্ত পাম্প করতে পারে ও রোগী সুস্থ হয়ে ওঠেন৷” তিনি আরও বলেন, নয়া নজির গড়ার চেয়েও আমি বেশি খুশি কারণ এই অপারেশনের জন্য আমাদের দেশের রোগীদের আর বিদেশে যেতে হবে না৷”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement