Advertisement
Advertisement

বিশ্বের কোন শহরে সবচেয়ে পরিশ্রমী মানুষের বাস জানেন?

রিপোর্ট প্রকাশ করল সুইস ব্যাংক৷

India is the hardest working country according to a report by Swiss Bank UBS.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 3, 2018 4:18 pm
  • Updated:June 3, 2018 4:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয়রা যে কর্মঠ তা নিয়ে মনে কোনও সংশয় না রাখাই উচিত৷ কর্মক্ষমতার জোরেই প্রত্যেকদিন দেশের অর্থনীতিকে মজবুত করার কাজ করে চলেছে লাখ লাখ কর্মজীবী মানুষ৷ ভারতীয়দের এই পরিশ্রমী স্বভাবকে স্বীকৃতি দিল আন্তর্জাতিক মহলও৷ সম্প্রতি প্রকাশিত হয়েছে সুইস ব্যাংকের ইউবিএস রিপোর্ট৷ সেখানে প্রকাশিত হয়েছে বিশ্বের সবচেয়ে কর্মঠ বা পরিশ্রমী ৭৭টি শহরের নাম৷ আর সেই তালিকার প্রথম পাঁচেই রয়েছে ভারতের দুই শহর৷ বাণিজ্যনগরী মুম্বই রয়েছে সবার উপরে, প্রথম স্থানে এবং দিল্লি রয়েছে চতুর্থ স্থানে৷

[পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলি, অমৃতসরে খুন কংগ্রেস কাউন্সিলর]

Advertisement

সমীক্ষার বিচারে মুম্বইরে বাসিন্দারা প্রতি বছর গড়ে কাজ করেন ৩৩১৪.৭৭ ঘন্টা৷ পাশাপাশি দিল্লির বাসিন্দারা কাজ করেন বছরে গড়ে ২৫১১.৪ ঘন্টা৷ যেখানে রোমের মানুষদের বছরে গড় কাজ করার সময় ১৫৮১ ঘন্টা ও প্যারিসের ১৬৬২ ঘন্টা৷ তবে অবাক হবেন এটা জেনে মুম্বই ও দিল্লির থেকে অনেক কম সময় কাজ করেও ঘন্টার হিসাবে গড়ে বেশি টাকা রোজগার করেন অন্যান্য দেশের শ্রমজীবী সমাজ৷ সমীক্ষায় তাও প্রকাশিত হয়েছে৷ বলা হয়েছে, মুম্বইতে কাজ করে ঘন্টায় ৭৬ টাকা রোজগার করা যায়৷ মুম্বইয়ের চেয়ে অনেক এগিয়ে রয়েছে জেনেভা, জুরিখ ও কায়রো৷ এমনকি মুম্বইয়ের চেয়ে তালিকায় অনেক উপরে রয়েছে আফ্রিকার শহর নাইরোবি ও লাওস৷

[ভোটে সন্ত্রাস রুখতে পুলিশের ভূমিকা নিতে পারেন আপনিও]

বছরে গড়ে ৩৩১৪.৭৭ ঘন্টা কাজ করেও একজন মুম্বই নিবাসীর কাছে আইফোন কেনা অনেকটাই কষ্টকর বলে উঠে আসছে এই সমীক্ষায়৷ সেখানে বলা হয়েছে, মাত্র ৫৪ ঘন্টা কাজ করে আইফোনের লেটেস্ট ভার্সন কিনতে পারেন একজন নিউ ইয়র্কের নাগরিক৷ কিন্তু একজন মুম্বইয়ের নাগরিককে আইফোন কিনতে গেলে ৯১৭ ঘন্টা কাজ করতে হয়৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement