Advertisement
Advertisement
Pakistan

‘এখন আমি ভারতীয়’, বলছেন প্রেমের টানে পাক সীমান্ত পেরনো ৪ সন্তানের মা

জেল থেকে ছাড়া পেয়ে নতুন সংসার শুরু করতে চলেছেন ওই তরুণী।

'India is mine now': Pak woman who fell in love with UP man on PUBG। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:July 9, 2023 12:15 pm
  • Updated:July 9, 2023 1:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: PUBG খেলতে খেলতে ভারতীয় যুবককে মন দিয়ে ফেলেছিলেন পাকিস্তানি তরুণী। আর সেই প্রেমের টানে চার সন্তানকে নিয়ে স্বামী ও নিজের মুলুক ছেড়ে সোজা চলে এসেছিলেন নয়ডায়। সেই তরুণী জেল থেকে ছাড়া পেয়ে জানালেন, ”আমার স্বামী একজন হিন্দু। আমিও তাই হিন্দু। এখন আমি ভারতীয়ও।” দেশে আর ফিরতে চান না তিনি। কারণ পাকিস্তানে (Pakistan) ফিরলে তাঁকে প্রাণে মেরে ফেলা হতে পারে।

অতিমারীর সময় জনপ্রিয় অনলাইন গেম PUBG খেলতে খেলতেই মন দেওয়া-নাওয়া হয় দুই প্লেয়ারের। চার সন্তানকে সঙ্গে নিয়ে পাকিস্তান থেকে তরুণী সীমা হায়দার পৌঁছে যান গ্রেটার নয়ডায় নিজের প্রেমিক শচীনের কাছে। তবে বেআইনি ভাবে চার সন্তানকে নিয়ে গ্রেটার নয়ডায় থাকার অভিযোগে ওই পাক তরুণীকে আটক করে পুলিশ। তাঁর চার সন্তান এবং শচীনকেও আটক করা হয়।

Advertisement

[আরও পড়ুন: পঞ্চায়েত ক্ষোভকে লোকসভায় কাজে লাগান! বঙ্গ বিজেপিকে নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বর]

নিজের সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সীমা এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানালেন, ”যাত্রাটা ছিল দীর্ঘ। আমি খুব ভয়ও পাচ্ছিলাম। প্রথমে করাচি থেকে দুবাই, সেখানে ১১ ঘণ্টা অপেক্ষা করতে হয়। ঘুমোতে পারিনি। এরপর আমরা নেপালে চলে যাই। এরপর আমার সঙ্গে শচীনের দেখা হয়।”

এবার শচীনের সঙ্গে জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চাইছেন সীমা। তাঁর ধারণা ছিল, দীর্ঘদিন বোধহয় থাকতে হবে জেলে। কিন্তু জামিন পাওয়ার পরে নিজেই বিশ্বাস করতে পারেননি। তাঁর কথায়, ”খবরটা পেয়ে আমি আনন্দে চিৎকার করতে শুরু করি। আমি তো ভেবেছিলাম জেলেই থাকতে হবে।” একদা অনলাইন খেলার সঙ্গীকে নিয়েই এবার নতুন জীবন শুরু করতে মরিয়া সীমা। থাকতে চান ভারতেই।

[আরও পড়ুন: ‘এমনটা ভাবাও ভুল’, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আপত্তি মোদির ‘বন্ধু’ আজাদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement