Advertisement
Advertisement
করোনার 'হটস্পট'

নিজামুদ্দিন-সহ দেশে করোনার ‘হটস্পট’ মোট ১০টি! জানুন কোথায় কোথায়

এই এলাকাগুলিতে দ্রুতহারে ছড়াচ্ছে COVID-19।

India is focusing its attention on 10 hotspots across the country
Published by: Subhajit Mandal
  • Posted:April 2, 2020 10:36 am
  • Updated:April 2, 2020 11:11 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ১৬ মার্চ দিল্লির নিজামুদ্দিনের ধর্মসভা ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও বিভিন্ন রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, গোটা দেশে নিজামুদ্দিনের ধর্মসভায় হাজির থাকা প্রায় ৪০০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত তামিলনাড়ুতে। দক্ষিণের রাজ্যটিতে এখনও পর্যন্ত আক্রান্তও হয়েছেন ১৯০ জন। দক্ষিণের আরেক রাজ্য অন্ধ্রপ্রদেশে আক্রান্তও হয়েছেন ৭১ জন। দিল্লির সেই জমায়েত এখন দেশে করোনা (COVID-19) আক্রান্তদের ‘হটস্পট’ হয়ে উঠেছে। তবে শুধু নিজামুদ্দিন নয়, দেশে এমন মোট ১০টি জায়গা আছে, যা কিনা করোনার হটস্পট হিসেবে চিহ্নিত। এই জায়গাগুলিতে অস্বাভাবিক হারে বাড়ছে COVID-19 সংক্রমণ।

Corona
উত্তরপ্রদেশ দিল্লি, কেরল এবং মহারাষ্ট্রে ২টি করে করোনা হটস্পট চিহ্নিত হয়েছে। গুজরাট এবং রাজস্থানে চিহ্নিত হয়েছে একটি করে। দিল্লিতে নিজামুদ্দিনের পাশাপাশি দিলশাদ বাগান এলাকা চিহ্নিত হয়েছে করোনার হটস্পট হিসেবে। দিলশাদ বাগানেই প্রথম অস্বাভাবিক সংক্রমণ শুরু হয়েছিল। উত্তরপ্রদেশের মীরাট এবং নয়ডাকে শনাক্ত করা হয়েছে হটস্পট হিসেবে। এর মধ্যে নয়ডায় আক্রান্তের সংখ্যা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি। মহারাষ্ট্রের দুই জনবহুল শহর মুম্বই এবং পুনেকে চিহ্নিত করা হয়েছে। কেরলের কসরগড়এবং পাঠানমথিট্টা, এই দুই এলাকা করোনার হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়া রাজাস্থানের ভিলওয়ারা এবং গুজরাটের আহমেদাবাদ চিহ্নিত হয়েছে করোনার হটস্পট হিসেবে।

Advertisement

[আরও পড়ুন: নিজামুদ্দিনের জমায়েত থেকে করোনা হতে পারে ৯ হাজার জনের! উদ্বেগে কেন্দ্র]

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বলছে, এই এলাকাগুলিতে খুব দ্রুতহারে হচ্ছে সংক্রমণ। করোনা ভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে তা যথেষ্টই আশঙ্কার। বিশেষজ্ঞরাও এই এলাকাগুলি এড়িয়ে চলার পরামর্শও দিচ্ছে। উল্লেখ্য, এখনও পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ১৬০০ পেরিয়ে গিয়েছে। খুব কম সময়ের মধ্যে এই হার বৃদ্ধি হয়েছে, যা মাথাব্যথা আরও বাড়াচ্ছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশে নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪২ জনের (তিন বিদেশি-সহ সংখ্যাটা ৪৫)। মহারাষ্ট্রে মৃত্যুর হার সর্বোচ্চ। আক্রান্তের সংখ্যাও দেশের মধ্যে সর্বাধিক মহারাষ্ট্রে। তবে, কেরল, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং গুজরাটও খুব একটা পিছিয়ে নেই।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement