সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধবিরতি ফুরোতেই গাজায় বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। মৃত্যু হয়েছে ৪০০-র বেশি মানুষের। পশ্চিম এশিয়ার এই পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করল ভারত। বুধবার বিকেলে বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে সমস্ত পণবন্দির মুক্তির পক্ষে সওয়াল করেছে নয়াদিল্লি। পাশাপাশি কঠিন সময়ে যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সাহায্য পাঠানোর কথাও বলা হয়েছে।
Our statement on the situation in Gaza
https://t.co/shdlmZDEeI pic.twitter.com/cBeQ2w464Z
— Randhir Jaiswal (@MEAIndia) March 19, 2025
বুধবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গাজায় সাম্প্রতিক হামলার ভারতের অবস্থান সংক্রান্ত বিবৃতি সমাজমাধ্যমে পোস্ট করেন। ওই পোস্টে বলা হয়েছে, “আমরা গাজার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। সমস্ত পণবন্দিকে মুক্তি দেওয়া খুব জরুরি। আমরা পাশাপাশি গাজার মানুষদের জন্য মানবিক সাহায্য পাঠানোর দাবি জানাচ্ছি।”
২০২৩ সালের অক্টোবর মাসে শুরু হয় ইজরায়েল ও প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ। দীর্ঘ ১৫ মাস ধরে চলতে থাকা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হয়েছিল সাম্প্রতিক ইজরায়েল-হামাস যুদ্ধবিরতির চুক্তিতে। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হয়েছিল। দু’মাসের যুদ্ধবিরতি চুক্তি শেষ হতেই গাজায় ফের হামলা চালায় ইজরায়েল। সেই হামলায় মৃতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। দাবি, তাঁদের মধ্যে বহু শিশু এবং মহিলাও রয়েছেন।
ইজরায়েলের এই হামলার প্রতি সমর্থন রয়েছে আমেরিকার। হোয়াটই হাউসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েই গাজায় হামলার নির্দেশ দেন বেঞ্জামিন নেতানিয়াহু। এই অবস্থায় ভারতের কূটনৈতিক অবস্থান গুরুত্বপূর্ণ। পুরনো বন্ধু ইজরায়েলের পাশে দাঁড়িয়ে সমস্ত পণবন্দির মুক্তি দাবি করল ভারত। পাশাপাশি বিশ্বগুরু ভারতের মানবিক মুখ রক্ষা করা হয়েছে গাজায় মানবিক সাহায্য পাঠানোর দাবি তুলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.