সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসসিও সম্মেলনে (SCO Summit) পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষামন্ত্রীকে আমন্ত্রণ জানাল ভারত। আগামী এপ্রিল মাসে ভারতের মাটিতেই এসসিও সদস্য দেশগুলির প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলন রয়েছে। সেখানেই পাক মন্ত্রী খোয়াজা আসিফকে আমন্ত্রণ করেছে ভারত (India)। প্রসঙ্গত, কয়েকদিন আগেই পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। মে মাসে ভারতের মাটিতেই বিদেশমন্ত্রীদের সম্মেলন রয়েছে। যদিও সরকারিভাবে এই আমন্ত্রণের বিষয়ে কিছু জানা যায়নি।
সূত্র মারফত জানা গিয়েছে, ২৮ এপ্রিল প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলন রয়েছে। সেখানেই পাকিস্তান, চিন, রাশিয়া-সহ সদস্য দেশগুলির মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন সরিয়ে রেখে এসসিও আদর্শের কথা মাথায় রেখেই আমন্ত্রণ জানিয়েছে ভারত। ইসলামাবাদে অবস্থিত ভারতের হাই কমিশনের তরফেই আমন্ত্রণ পাঠানো হচ্ছে। দিল্লিতে আয়োজিত এই সম্মেলনে আদৌ পাক মন্ত্রী আসবেন কিনা, তা অবশ্য জানা যায়নি।
মে মাসে গোয়াতে এসসিও দেশগুলির বিদেশমন্ত্রীদের সম্মেলন রয়েছে। মে মাসের ৪ ও ৫ তারিখ বিদেশমন্ত্রীদের সম্মেলন হবে গোয়ায়। সেখানেই উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে বিলাবলকে। ইসলামাবাদের ভারতীয় দূতাবাসের মাধ্যমে তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। তবে এই সম্মেলনে বিলাবল যোগ দেবেন কিনা, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত জানা যায়নি পাকিস্তানের তরফে। চিনের বিদেশমন্ত্রীকেও এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।
ভারতে আসা শেষ পাকিস্তানি মন্ত্রী ছিলেন হিনা রব্বানি খার। তৎকালীন বিদেশমন্ত্রী হিসাবে ভারত সফরে এসেছিলেন তিনি। তবে ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণে উপস্থিত ছিলেন নওয়াজ শরিফ। ২০১৯ সালে কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের পর দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। এহেন পরিস্থিতিতে পাক মন্ত্রীরা ভারত সফরে আসবেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.