সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৮০-র বোফর্স কেলেঙ্কারির ঘটনা আজ অনেকটাই ফিকে৷ অতীতের ছায়া মুছে ফেলে সেই আমেরিকারই কাছ থেকে ১৫৫ এমএম হাউৎজার কামান কিনতে চলেছে ভারত৷ এই চুক্তি বাস্তবায়িত করতে ভারতীয় মুদ্রায় খরচ পড়ছে ৫০০০ কোটি টাকা৷ বৃহস্পতিবার, ভারতের তরফে এই কামান কেনার চুক্তি স্বাক্ষরিত হল, জানিয়েছে সংবাদসংস্থা৷ দিল্লিতে অনুষ্ঠিত ১৫-তম ‘ভারত-মার্কিন কো-অপারেশন গ্রুপের’ বা এমসিজি-র দুদিনের বৈঠক শেষে এই চুক্তি স্বাক্ষরিত হয়৷ চিনের আগ্রাসন ঠেকানোই এই হাউৎজার কামান কেনা হল বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর৷
সামরিক ক্ষেত্রে শক্তিশালী হতেই ভারত ও আমেরিকার মধ্যে এই এমসিজি ফোরাম তৈরি করা হয়েছে৷ এমসিজির বৈঠকে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ডেভিড এইচ বারগার, ইউএস মেরিন কর্পস ফোর্সেস-এর কমান্ডার সহ অন্যন্য বেশকয়েকজন উচ্চপদস্থ মার্কিন সেনা আধিকারিক৷ ভারতের তরফে প্রতিনিধিত্ব করেন এয়ার মার্শাল এএস বনশালল (ডিসিআইডিএস)অপারেশন৷ এছাড়াও ছিলেন মার্কিন সামরিক বিভাগে ২৬০ জন সদস্য৷ এছাড়াও এই দ্বিপাক্ষিক চুক্তি রূপায়িত করতে ছিলেন দুই দেশের সামরিক বিভাগের একাধিক আধিকারিকরা৷
সূত্রের খবর, এই কামান কেনার জন্য ভারতের তরফে যে চিঠি আমেরিকাকে দেওয়া হয়েছে তাতে লেখা হয়েছে, নতুন হাউৎজার কামান ভারত-চিন সীমান্তবর্তী রাজ্য অরুণাচল প্রদেশের লাদাখে মোতায়েন করবে ভারত৷ মার্কিন প্রশাসনের তরফেও গত জুন মাসে এই চিঠির প্রাপ্তি স্বীকার করে কামান বিক্রির জন্য সম্মতি দেওয়া হয়৷
যে ২৫ টি কামন কেনা হচ্ছে সেগুলি আকাশপথে এদেশে এসে পৌঁছবে৷ যদিও সেগুলো একত্রিত হয়ে আসছে না৷ পরে এদেশে সেগুলি পরীক্ষামূলক ব্যবহারের পর সেগুলি ‘অ্যাসেম্বল’ করা হবে৷১৫৫ এমএম, ৩৯ ক্যালিবারের এই কামানের রেঞ্জ ২৫ কিলোমিটার৷ টাইটেনিয়ামে মোড়া এই কামান বিমানে চাপিয়ে উঁচু জায়গায় নিয়ে যাওয়া যাবে৷ আপাতত ২৫টি কামান আমদানি করা হবে, বাকি ১২০টি কামান এদেশেই তৈরি হবে৷ ১৭ মাউন্টেন স্ট্রাইক কর্পস-এর হাতে প্রথম দফার কামানগুলি তুলে দেওয়া হবে৷ এই এম-৭৭৭ হাউৎজার কামান তৈরি করছে বিএই সিস্টেমস, যারা সুইডিশ সংস্থা বোফর্স অধিগ্রহণ করেছে৷ এ দেশে বিএই-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মাহিন্দ্রা৷ এই দুই সংস্থা যৌথ উদ্যোগে ১৪৫টির মধ্যে ১২০টি কামান এ দেশেই তৈরি ও পরীক্ষা করবে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.