সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের মুখে মোদি সরকারের মুখে হাসি ফোটাল বিশ্ব দুর্নীতি সূচক। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে, গত বছরের তুলনায় ৩ ধাপ উপরে উঠে এল ভারত। আপাতত দুর্নীতি দমনে গোটা বিশ্বের মধ্যে ভারত রয়েছে ৭৮ তম স্থানে। ২০১৭ সালে ভারত ছিল ৮১ তম স্থানে। অন্যদিকে, চিন এক লাফে দশ ধাপ পিছিয়ে গিয়েছে দুর্নীতি দমন ইনডেক্সে। বেশ খানিকটা পিছিয়েছে আমেরিকাও। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক।
ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন শক্ত হাতে দুর্নীতি দমন করবেন। তবে, বিরোধীদের অভিযোগ ছিল মোদি জমানাতেও বড় অঙ্কের দুর্নীতি হয়েছে। বিশেষ করে ব্যাংকিং সেক্টরে বিজয় মালিয়া, নীরব মোদি, মেহুল চোকসিদের মতো বড় বড় শিল্পপতিদের ফেরার হওয়া নিয়ে সরকারকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা। সম্প্রতি রাফালে চুক্তি নিয়েও বড়সড় দুর্নীতির অভিযোগ এনেছে কংগ্রেস। এসব সত্ত্বেও, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নামের আন্তর্জাতিক সংস্থাটি সম্প্রতি যে ‘কোরাপশন পারসেপশন ইনডেক্স’ প্রকাশ করেছে তাতে ৩ ধাপ উপরে উঠল ভারত। মোট ১৮০টি দেশের মধ্যে আপাতত ভারতের স্থান ৭৮ নম্বরে। গত বছরের তুলনায় সামান্য হলেও উন্নতি হয়েছে। দুর্নীতি দমনের ক্ষেত্রে ১০০-র মধ্যে মোদি সরকার পেয়েছে ৪১। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি চমকপ্রদ না হলেও আশাপ্রদ। ভোটের আগে মোদি সরকারের জন্য স্বস্তির খবর। দুর্নীতি অস্ত্রে বিরোধীরা যে প্রচার করছে তার পালটা অস্ত্র পেয়ে গেলেন প্রধানমন্ত্রী।
দুর্নীতি দমন ইনডেক্সে অনেকটাই পিছিয়ে গিয়েছে চিন। এক ধাক্কায় ১০ ধাপ পিছিয়ে ৮৭ নম্বরে রয়েছে তাঁরা। মার্কিন যুক্তরাষ্ট্রও নজিরবিহীনভাবে দুর্নীতি দমনে খারাপ ফল করেছে। এই প্রথম ডোনাল্ড ট্রাম্পের সরকার দুর্নীতি দমনে প্রথম ২০ টি দেশের তালিকা থেকে ছিটকে গেল। ২২ নম্বর স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওই রিপোর্টের দাবি অনুযায়ী, দুর্নীতির আঁতুরঘরে পরিণত হয়ে আফ্রিকা ও মধ্য এশিয়ার বেশ কিছু দেশ। ওই তালিকায় একেবারে নীচে রয়েছে সোমালিয়া। কিম জং উনের উত্তর কোরিয়াও (১৭৬) অত্যন্ত উদ্বেগের জায়গায় রয়েছে বলে জানাচ্ছে জার্মানির বেসরকারি সংস্থা ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.